Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে গোলাম আযম প্রতিরোধ দিবস পালন

সারাবাংলা ডেস্ক
২৬ জুলাই ২০২৩ ১৯:৫২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে যুদ্ধাপরাধী গোলাম আযম প্রতিরোধ দিবস পালন করেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম নামে একটি সংগঠন।

বুধবার (২৬ জুলাই) সকালে চট্টগ্রামের কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে গোলাম আযমকে প্রতিরোধ করতে গিয়ে শহিদ হওয়া বীরদের শ্রদ্ধা জানানো হয়। এরপর নগরীর দোস্ত বিল্ডিংয়ে সংগঠনের কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার বলেন, ‘মুক্তিযুদ্ধে বাঙালি জাতির বিজয় অর্জনের পর যুদ্ধাপরাধী গোলাম আযম পালিয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা দখল করে ঘৃণিত যুদ্ধাপরাধী গোলাম আযমকে এদেশে রাজনীতি করার সুযোগ করে দেন। আর বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে তার নাগরিকত্ব ফেরত দেন।’

তিনি আরও বলেন, ‘নাগরিকত্ব ফিরে পেয়ে গোলাম আযম ১৯৯৪ সালের ২৬ জুলাই চট্টগ্রামের লালদিঘী ময়দানে সমাবেশের ডাক দিয়েছিলেন। চট্টগ্রামের বীর ছাত্র-জনতা সেদিন গোলাম আযমকে প্রতিরোধে রাজপথে নেমে এসেছিল। কিন্তু সশস্ত্র শিবির ক্যাডাররা ও বিএনপি সরকারের পুলিশ বাহিনী নির্বিচারে নিরীহ ছাত্র-জনতার ওপর ব্রাশফায়ার করেছিল। মৃত‍্যুঞ্জয়ী বীর শহিদ এহসানুল হক মনি, জাফর, টিটু রায়সহ অনেকের রক্তে রঞ্জিত হয়েছিলেন রাজপথ।’

বেদার বলেন, ‘বীর শহিদদের দেখানো পথ ধরে যুদ্ধাপরাধী গোলাম আযমের রাজনৈতিক দোসরদের বিরুদ্ধে সংগ্রাম জারি রাখতে হবে। জামায়াতের রাজনীতি আইন করে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।’

সংগঠনের সভাপতি আবদুল মালেক খানের সভাপতিত্বে স্মরণসভায় সেক্টর কমান্ডারস ফোরামের জেলা সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, সংগঠনের নির্বাহী সভাপতি সাইফুন নাহার খুশী, সহ-সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, রাজীব চন্দ ও ইয়াকুব মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক দীপন দাশ, ইমরান হোসেন মুন্না, মাহি আল জিসা, সাংগঠনিক সম্পাদক নবী হোসেন সালাউদ্দিন, প্রচার সম্পাদক জবুরুত উল্লাহ জয়, দফতর সম্পাদক মনিরুল ইসলাম, মহিলা সম্পাদিকা কোহিনুর আকতার, উপ-দফতর সম্পাদক ভাষ্কর দেব, সহ-সম্পাদক খোরশেদ আলম, ইমন দত্ত, সদস‍্য মিশু সেন ও সুমন দাশ বক্তব্য দেন।

সারাবাংলা/আরডি/এনএস

গোলাম আযম গোলাম আযম প্রতিরোধ দিবস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর