Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপত্তার শঙ্কায় শিক্ষকদের রাজপথ ছাড়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৩ ২০:১৬

ফাইল ছবি

ঢাকা: বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীতে তিনটি বড় দলের সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিতে পারে। তাই নিরাপত্তার কথা ভেবে এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে আন্দোলরত শিক্ষকদের জাতীয় প্রেসক্লাব ছেড়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অনুরোধ জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘আপনারা জানেন বিরোধী দল যেখানে কর্মসূচি পালন করছে, সেখানে অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে। আগামীকাল (বৃহস্পতিবার) তাদের ডাকা কর্মসূচিতে যদি আন্দোলনরত শিক্ষকদের নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে তার দায়িত্ব কে নেবে? এ দায়িত্ব কি আন্দোলনরত শিক্ষকদের নেতারা নিতে পারবেন? কাজেই আমি বলছি, আজকের মধ্যে তারা যেন শ্রেণিকক্ষে ফিরে যান।’

দীপু মনি বলেন, ‘আমরা তো শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে কাজ শুরু করেছি। এরপর যদি তাদের কোনো চাওয়া থাকে তাহলে পরবর্তীতে অবশ্যই আসতে পারেন। কিন্তু আগামীকাল এখানে একটা সমস্যা হতে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শিক্ষকদের এখানে এনে যারা বসিয়ে রেখেছেন তাদের উদ্দেশ্য ভিন্ন। তারা শিক্ষকদের জিম্মি করে অন্য কোনো কিছুতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ অপচেষ্টা বন্ধ করা উচিত। এখানে শিক্ষক নেতারা আছেন, তাদের উচিত শিক্ষকদের নিরাপত্তার স্বার্থে বাড়ি ফিরিয়ে নেওয়া। তাদের নিরাপত্তার প্রতি হুমকি হয় এমন কিছু করা শিক্ষক নেতাদের উচিত নয়।’

সারাবাংলা/ইউজে/এনএস


বিজ্ঞাপন
সর্বশেষ

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর