Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যু আরও ১ শিশুর

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৩ ২১:০১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ বছর বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত সাড়ে ছয় মাসে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ শিশু, ২ কিশোর, ৬ জন পুরুষ এবং ৫ জন নারী আছেন।

বুধবার (২৬ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মো. ইমরানের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলায়। ডেঙ্গু শনাক্ত হওয়ার পর গত ২৩ জুলাই তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার (২৪ জুলাই) তার মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে ‘ডেঙ্গু শক সিনড্রোম’ উল্লেখ আছে।

এর আগে, গত সোমবার (২৪ জুলাই) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একই এলাকার মরিয়ম নামে ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। সেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৮৮ জন সরকারি বিভিন্ন হাসপাতালে এবং ২৩ জন বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি) হাসপাতালে ২১ জন, সংক্রামক ব্যাধি হাসপাতালে ৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন এবং চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ৩ জন ভর্তি আছেন।

চলতি বছরের শুরু থেকে ২৪ জুলাই পর্যন্ত চট্টগ্রামে মোট ২ হাজার ৩৫২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৭৩ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ সময়ের মধ্যে মারা গেছে মোট ২৪ জন।

বিজ্ঞাপন

শুধুমাত্র জুলাই মাসের ২৫ দিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৮৭ জন। এছাড়া জানুয়ারিতে ৭৭ জন, ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ১২ জন, এপ্রিলে ১৮ জন, মে’তে ৫৩ জন এবং জুনে ২৮৩ জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে ২৭৩ জন এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুই হাজার ৭৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

সারাবাংলা/আইসি/এনএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর