Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৩ ২৩:১৪

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মোতালেব হোসেন (৩৭) নামে এক পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নে (এসপিবিএন -২) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (২৬ জুলাই) বিকাল ৪টার দিকে বসিলা এসপিবিএনের ব্যারাক থেকে মৃতদেহটি উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

বিজ্ঞাপন

মৃত মোতালেবের বাড়ি রংপুর জেলায়, বাবার নাম আব্দুল হামিদ।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুল হক খান জানান, সংবাদ পেয়ে বসিলায় অবস্থিত এসপিবিএন-২ এর ব্যারাক থেকে পুলিশ সদস্য মোতালেবের মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় সে পাইপের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল।

এসআই জানান, ধারণা করা হচ্ছে মোতালেব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মৃতদের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সারাবাংলা/এসএসআর/এমও

পুলিশ সদস্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর