Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজও নয়াপল্টনে পুলিশের ব্যারিকেড

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৩ ১৪:৫৯

ঢাকা: গতকাল বুধবারের মতো বৃহস্পতিবারও (২৭ জুলাই) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। একইসঙ্গে জলকামান, প্রিজনভ্যান ও রায়টকার প্রস্তুত রাখা হয়েছে। ফলে দলটির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ হয়ে পড়েছে।

পুলিশের ব্যারিকেডে আটকা পড়ছে কেন্দ্রীয় কার্যালয়ে আসা লোকজন। তবে পরিচয় জানার পর সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দেখা যায়, নয়াপল্টন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ প্রস্তুত রাখা হয়েছে। ফেসবুক ও ইউটিবারদের মোবাইল ফোন কেড়ে নিচ্ছে পুলিশ। পত্রিকা আর টেলিভিশন ছাড়া কেউ ফোনে ভিডিও করতে পারছেন না। ইউটিউবাররা অভিযোগ করে বলেছেন, তাদের বেশ কয়েকজনের ফোন কেড়ে নিয়েছে। এক ঘণ্টাতেও ফেরত দেয়নি পুলিশ।

পুলিশ বলছে, দেশি-বিদেশি অনলাইন পোর্টাল, দৈনিক পত্রিকা ও টেলিভিশন ছাড়া এখানে কেউ ভিডিও করতে পারবে না। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ছড়ায় তাদের আমরা সরিয়ে দিয়েছি। ফোন কেড়ে নেওয়ার বিষয়টি এড়িয়ে যান তিনি।

এ বিষয়ে জানতো চাইলে মতিঝিল বিভাগের উপ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, ‘অনুমতি না পাওয়া পর্যন্ত আমরা কাউকে জড়ো হতে দিচ্ছি না। তাই পুলিশ মোতায়েন করা হয়েছে।’

সারাবাংলা/ইউজে/এনএস

টপ নিউজ নয়াপল্টন বিএনপি

বিজ্ঞাপন

খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আজ
২৫ নভেম্বর ২০২৪ ১০:৫০

আরো

সম্পর্কিত খবর