Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমপেরিয়াল হাসপাতালে পৌনে ৩ লাখে কার্ডিয়াক সার্জারি

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৩ ১৭:১৫

চট্টগ্রাম ব্যুরো: ভারতের চেয়ে কম খরচে কার্ডিয়াক সার্জারি করার ঘোষণা দিয়েছে চট্টগ্রামের অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান হাসপাতালের চেয়ারম্যান ওয়াহেদ মালেক।

হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আনন্দ এন রাও বলেন, ‘হার্টের যতবড়ই সমস্যা হোক, এখানে নির্দিষ্ট পরিমাণ টাকায় ভালো চিকিৎসা হবে। ভারতে যেখানে কার্ডিয়াক সার্জারি করাতে সাড়ে তিন লাখ ও সবমিলিয়ে ছয় থেকে সাত লাখ টাকা খরচ হয়, সেখানে মাত্র দুই লাখ ৬৫ হাজার টাকায় একই চিকিৎসা এখানে করানো হবে।’

হাসপাতালের কার্ডিয়াক কনসালটেন্ট সাইফুর রহমান সোহেল বলেন, ‘আমরা গত ৭ জুলাই প্রথম এখানে কার্ডিয়াক সার্জরি করেছি এবং সফল হয়েছি। এরপর গতকাল (বুধবার) আরও একটি সার্জারি হয়েছে। সেটাও সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশের মধ্যেই এত কম টাকায় এতো ভালো চিকিৎসার নজির কম।’

ওয়াহেদ মালেক বলেন, ‘চট্টগ্রামের রোগীরা কেন উন্নত চিকিৎসা করাতে দেশের বাইরে যাবে, সে চিন্তা ভাবনা থেকে এই হাসপাতালের যাত্রা। আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা আছেন তারা যেন বিশ্বমানের স্বাস্থ্যসেবা পান। এখানে ডাক্তাররা রোগীর সব কথা শুনেন। এখন হাসপাতালে ৭৫ জনের ডাক্তারদের একটি ভালো টিম রয়েছে, যেখানে আগে ছিল মাত্র ২৫ জন।’

এসময় হাসপাতালের কার্ডিয়াক অ্যানেস্থেসিওলজিস্ট সুমন সিকদার, চিফ নার্সিং অফিসার ডা. প্রকাশ কে এন, সান্তা রাণী সাহো, হেড অব বিজনেস ডেভলবমেন্টের মানস মজুমদার, কার্ডিয়াক সার্জন সাখাওয়াত হোসেন শাকিল এবং সিনিয়র অ্যানেস্থেসিওলজি পরামর্শক মাসুদ আহমেদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে, ২০১৯ সালের ১৫ জুন ইমপেরিয়াল হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণা হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. দেবী প্রসাদ শেঠী। পরে হাসপাতালটির সঙ্গে ১০ বছরের জন্য অ্যাপোলো হাসপাতাল গ্রুপের চুক্তি হয়।

সারাবাংলা/আইসি/এনএস

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর