Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু আক্রান্ত মেয়েকে হাসপাতালে নিয়ে গ্রেফতার: জামিন পেলেন বাবা

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৩ ১৭:৪৯

ঢাকা: রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত মেয়েকে ভর্তি করাতে গিয়ে হাতাহাতির ঘটনায় গ্রেফতার বাবা হাবিবুর রহমানের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ জুলাই) মামলাটির তদন্ত কর্মকর্তা মুগদা থানার সাব-ইন্সপেক্টর মো. আব্দুল মান্নান আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেক ইমামের আদালত জামিনের আদেশ দেন।

বিজ্ঞাপন

তদন্ত কর্মকর্তা বলেন, ‘ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বাচ্চা মেয়ে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় হাসপাতালের ডাক্তার ও নার্সদের সাথে মারামারিতে লিপ্ত হয়।’

এদিকে আসামির পক্ষে জামিন চেয়ে শুনানি করেন মোরাদুল আরিফিন। তিনি বলেন, ‘ক্ষমতার অপব্যবহার করে রোগীর পিতার বিরুদ্ধে মামলা করেছেন বাদী। আসামি ভিকটিমাইজড হয়েছে। ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। মামলার ধারাগুলো জামিনযোগ্য। ডেঙ্গু রোগে আক্রান্ত তার শিশু মেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাকে জামিন না দিলে শিশুটি অযত্নে ও চিকিৎসার অভাবে মারা যেতে পারে। জামিন দিলে তিনি পলাতক হবেন না। যে কোনো শর্তে তার জামিনের প্রার্থণা করছি।’

মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন। জামিনে কোনো আপত্তি নেই বলে আদালতকে জানান তিনি। শুনানি শেষে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেন

জানা যায়, মেয়ে আদিবা ছয়দিন ধরে ডেঙ্গুতে ভুগছিলেন। এ পরিস্থিতিতে গত ২৬ জুলাই সকালে মেয়েকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বাবা হাবিবুর। হাসপাতালে সিট খালি নেই বলে ডাক্তার ফিরিয়ে দিতে চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ডাক্তারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন হাবিবুর।

বিজ্ঞাপন

ওই ঘটনায় মেডিকেল অফিসার ডা. বনি আমিন মুগদা থানায় মামলা করেন।

সারাবাংলা/এআই/ইআ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর