Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা-বাবার বুক থেকে দুধের শিশুটিকে কেড়ে নিল ডেঙ্গু

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৩ ১৯:০৮

শিশু মেহরুমা

চট্টগ্রাম ব্যুরো: দেড় বছর বয়সী মাহেরিমাকে নিয়েই মো. ইমরান ও ফারজানা ইসলাম দম্পতির সংসার চলছিল বেশ সুখেই। কিন্তু প্রাণঘাতী ডেঙ্গু যেন সে সুখ সহ্য করতে পারেনি। কেড়ে নিয়েছে তাদের আদরের সন্তানকে। কন্যা হারানোর সে শোকে যেন নির্বাক স্বামী-স্ত্রী।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে ওই শিশুর মৃত্যুর তথ্য জানানো হয়। এ নিয়ে গত তিনদিনে তিনজন শিশু ডেঙ্গুতে মারা গেছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মাহেরিমার বাড়ি চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায়। তার পিতা মো. ইমরানের বাড়ি ফেনীতে ও মা ফারজানার বাড়ি বরিশালে হলেও স্থায়ীভাবে তারা ওই এলাকায় থাকতেন।

ডেঙ্গু শনাক্ত হওয়ার পর গত ১৮ জুলাই মাহেরিমাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার (২৫ জুলাই) তার মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে ‘ডেঙ্গু শক সিনড্রোম’ উল্লেখ আছে।

মাহেরিমার মামা শহিদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘মাহেরিমা আমাদের সবার অনেক আদরের ছিল। আমার বোন জামাই ইস্পাহানি লিমিটেডে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। একমাত্র মেয়েকে নিয়ে অনেক সুখেই তাদের সংসার চলে যাচ্ছিল। এখন সব শূন্য। এভাবে ভাগ্নিটা চলে যাবে এখনো মানতে কষ্ট হচ্ছে।’

তিনি বলেন, ‘আমার বাবার অবস্থা অনেক খারাপ। সে সবসময় আমাদের বাসায় থাকতো, খেলত, ঘুমাতো। বোন ও বোনের জামাইও একমাত্র মেয়েকে হারিয়ে দিশেহারা। তার মৃত্যু কেউই মেনে নিতে পারছে না। তাকে দাফন করে আসার পর থেকে পরিবারের সবাই তার শূন্যতা অনুভব করছে।’

এর আগে, গত সোমবার ও মঙ্গলবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ বছর বয়সী আরও দুই শিশুর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৪৭ জন সরকারি বিভিন্ন হাসপাতালে এবং ১০ জন বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি) হাসপাতালে ১৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন এবং চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ১০ জন ভর্তি আছেন।

চলতি বছরের শুরু থেকে ২৪ জুলাই পর্যন্ত চট্টগ্রামে মোট ২ হাজার ৪০৯ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৬৮ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ সময়ের মধ্যে মারা গেছে মোট ২৫ জন। এর মধ্যে ১২ শিশু, ২ কিশোর, ৬ জন পুরুষ এবং ৫ জন নারী আছেন।

শুধুমাত্র জুলাইয়ের ২৬ দিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৪৪ জন। এছাড়া জানুয়ারিতে ৭৭ জন, ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ১২ জন, এপ্রিলে ১৮ জন, মে’তে ৫৩ জন এবং জুনে ২৮৩ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে দুই হাজার ১৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

সারাবাংলা/আইসি/এনএস

মাহেরিমা