‘দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অক্টোবরের আগে নয়’
২৭ জুলাই ২০২৩ ২০:৪৫
ঢাকা: আগামী অক্টোবরের আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা নেই বলে জনিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, আমরা হিসাব করে দেখেছি, অক্টোবরের আগে কোনোভাবেই তফসিল ঘোষণা করা যাবে না। বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন কবে হবে- এই বিষয়ে এখনও কমিশনের আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি, সিদ্ধান্তও হয়নি। এমনকি তারিখ বলার মতোও কোনো আলোচনা হয়নি। আমরা সবসময়ই বলে আসছি ডিসেম্বরের শেষ সপ্তাহ কিংবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে অক্টোবরের আগে তফসিল ঘোষণার কোনো সম্ভবনা নেই।’
তাহলে নির্বাচনের কতদিন আগে তফসিল ঘোষণা করা হবে? এমন প্রশ্নের জবাবে সিইসি সারাবাংলাকে বলেন, ‘নির্বাচনের কতদিন আগে তফসিল ঘোষণা করা হবে, তা আইনে সুস্পষ্টভাবে বলা নেই। তবে সাধারণত ৪৫ থেকে ৫০ দিন কিংবা ৬০/৭০ দিন আগেও তফসিল ঘোষণা করা যায়। এমন হিসাব করলেও অক্টোবরের আগে তফসিল ঘোষণা করা সম্ভব নয়।’
‘একটি গণমাধ্যমে আপনার বরাদ দিয়ে বলা হয়েছে, সেপ্টেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল’- এমন প্রশ্নের জবাবে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমি অনুমান করে বলেছিলাম। সেটা আসলে গুরুত্বপূর্ণ না। কারণ, আমি এখন হিসাব করে দেখছি অক্টোবরের আগে কোনোভাবেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা যাবে না।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার সিইসি একটি গণমাধ্যমকে বলেছিলেন ‘আমার যতটুকু মনে পড়ে সেপ্টেম্বরের আগে এটা হওয়ার কথা নয়। আমরা এখনো স্থির করিনি। তবে অনুমান করে বলতে পারি, সেপ্টেম্বরের কোনো এক সময়ে শেষের দিকে বা মাঝামাঝি সময়ে আমরা তফসিল ঘোষণা করব।’ এমন সংবাদের দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, ‘বিষয়টি একেবারেই অনুমান নির্ভর করে বলা। কোনো হিসাব করে বলা হয়নি।’
উল্লেখ্য, সর্বশেষ একাদশ সংসদ নির্বাচন ২০১৮ সালে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ২০১৯ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ ননির্বাচিত সরকার শপথ গ্রহণ করে। সেই হিসাবে আগামী অক্টোবর থেকে সংসদ নির্বাচনের দিন গণনা শুরু হবে। এর আগে, দশম সংসদ নির্বাচন ২০১৪ সালে ৫ জানুয়ারি এবং নবম সংসদ নির্বাচন ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।
সারাবাংলা/জিএস/পিটিএম