Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমালোচনা হলেও ড্রোনেই আস্থা চসিক মেয়রের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৩ ২২:৪৩

চট্টগ্রাম ব্যুরো: মশার বাসা খুঁজতে ড্রোন ব্যবহার নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বলেছেন, ড্রোন ব্যবহারের কারণেই মশার প্রজনন ক্ষেত্র দ্রুত চিহ্নিত করা যাচ্ছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) নগরীর নন্দনকাননে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সিটি করপোরেশনের সাধারণ সভায় মেয়র এ কথা বলেন।

ডেঙ্গু প্রসঙ্গে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘নির্মাণাধীন ভবনে সবচেয়ে বেশি লার্ভা পাওয়া যাচ্ছে। অনেকে ড্রোন ব্যবহারের সমালোচনা করছেন। কিন্তু ড্রোনের কারণে বহুতল ভবনে মশার প্রজনন ক্ষেত্র চিহ্নিত করা যাচ্ছে অনেক দ্রুত। সুইমিংপুল, ছাদ বাগান, বারান্দায় টবে জমে থাকা পানি মশা প্রজনন কেন্দ্র হয়ে উঠছে। জনসাধারণের সচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।’

এদিকে ফুটপাত দখল ঠেকাতে কার্যত ‘হার মেনে’ পুলিশের ওপর এ দায়িত্ব দেওয়ার কথা বলেছেন মেয়র। তিনি নগর পুলিশকে ফুটপাত মনিটরিংয়ের আহ্বান জানিয়েছেন।

সভায় মেয়র বলেন, ‘অবৈধ দখলবাজির কারণে ফুটপাতে মানুষ হাঁটতে পারে না। এমনকি একটি সংস্থা ফুটপাত দখল করে চশমার দোকান, খাবারের দোকান বসিয়ে ফেলেছে। আমরা সকালে উচ্ছেদ করি, দখলদাররা সন্ধ্যায় আবার দোকান বসায়। সিএমপি কমিশনারকে বলেছি, প্রতিটি থানা পুনরুদ্ধার করা ভূমি সংরক্ষণে মনিটরিং করলে সাফল্য আসবে।’

সরকারি সংস্থাগুলোকে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয়ের আহ্বান জানিয়ে সিটি মেয়র বলেন, ‘সরকারি সংস্থাগুলোকে সিটি করপোরেশন আওতাধীন এলাকায় প্রকল্প গ্রহণ করতে হলে অনাপত্তিপত্র নিতে হবে। আমরা রাস্তা বানাব, আর অন্য সংস্থা রাতের আঁধারে রাস্তা কেটে ফেলবে, এভাবে পরিকল্পিত চট্টগ্রাম গড়া সম্ভব নয়।’

বিজ্ঞাপন

সভায় সড়কে পে-পার্কিং এবং চট্টগ্রামের অবকাঠামো উন্নয়নে বন্দর ও কাস্টমসের কাছ থেকে আদায় করতে চায় সিটি করপোরেশন।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্যানেল মেয়র, কাউন্সিলর, চসিকের বিভাগীয় ও শাখা প্রধানরা এবং নগরীর বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

চসিক মেয়র ড্রোন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর