অক্টোবরে শাহজালাল থার্ড টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
২৭ জুলাই ২০২৩ ২৩:৪২
ঢাকা: রাজধানীর হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন থার্ড টার্মিনাল আগামী অক্টোবরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিমানবন্দরের নির্মাণাধীন দৃষ্টিনন্দন থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
পরিদর্শনের সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন ও সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনের পূর্বে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কনসালটেন্ট নির্মাণাধীন থার্ড টার্মিনালের ৮১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলেন মুখ্য সচিবকে অবগত করেন।
কাজ দেখে তোফাজ্জল হোসেন মিয়া সন্তোষ প্রকাশ করে জানান, আগামী অক্টোবর মাসে থার্ড টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এলিভেটেড ড্রাইভওয়ে, বোডিং ব্রিজ, ডিপাচার লাউঞ্জের ফ্যাসিলিটি, চেক ইন কাউন্টার ও সেন্ট্রাল সিকিউরিটি সিস্টেমসহ নির্মাণাধীন টার্মিনালের বিভিন্ন অংশ পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
হযরত শাহজালাল বিমানবন্দরে বিশ্বের শীর্ষ স্থানীয় আধুনিক বিমানবন্দরগুলোর সকল ধরনের সুযোগ-সুবিধা থাকবে। টার্মিনালটিতে ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার এলাকায় ৩৭টি উড়োজাহাজ পার্ক করার স্থান, ১ হাজার ২৩০টি গাড়ি পার্কিং করার সুবিধাসহ পার্কিং ভবন, ৬৩ হাজার বর্গফুট জায়গায় আমদানি-রফতানি কার্গো কমপ্লেক্স এবং ১১৫টি চেক ইন কাউন্টার থাকবে আন্তর্জাতিক বিমানবন্দরটিতে।
সারাবাংলা/এনআর/একে