Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএসসি ও সমমানে পাসের হার ৮০.৩৯

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৩ ১১:০০ | আপডেট: ২৮ জুলাই ২০২৩ ১৩:০৮

ঢাকা: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমনা পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ।

শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় এ ফল প্রকাশিত হয়।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ৭৮ হাজার ২১৬ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ছাত্র সংখ্যা হচ্ছে ১০ লাখ ২৪ হাজার ৯৮০ জন। ছাত্রী সংখ্যা হচ্ছে ১০ লাখ ৫৩ হাজার ২৪০ জন।

গত বছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছরের তুলনায় এবছর পাসের হার কমেছে ৭.০৫ শতাংশ।

এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছির ২০ লাখ ৪১ হাজার ৪৫০ হাজার শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন শিক্ষার্থী। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী।

বিজ্ঞাপন

এবারও পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছে মেয়েরা। মেয়েদের পাসের হার ৮১. ৮৮ শতাংশ। ছেলেদের ৭৮.৮৭ শতাংশ।

এবার ৯৮ হাজার ৬১৪ জন মেয়ে আর ৮৪ হাজার ৯৬৪ জন ছেলে জিপিএ-৫ পেয়েছেন।

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাদ্রাসা ও কারিগরি বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান,আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফলাফলে দেখা যায়, সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পাশের হার ৮০.৯৪ শতাংশ। মাদ্রাসা শিক্ষা বোর্ড অধীনে দাখিলে পাশের হার ৭৪.৭০ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পাশের হার ৮৬.৩৫ শতাংশ।

এর আগে সকাল ৯টার দিকে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

#এসএসসির ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

সারাবাংলা/এনইউ

বিজ্ঞাপন

লড়াই শেষ হয়নি: নাহিদ
২ জুলাই ২০২৫ ১৮:৩২

আরো

সম্পর্কিত খবর