Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ৭৮.২৯% পাস, জিপিএ-৫ পেয়েছে ১১৪৫০

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৩ ১১:৫৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৮ দশমিক ২৯ শতাংশ। গতবারেরর চেয়ে এবার পাসের হার ১০ শতাংশ কম। জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৪৫০ জন পরীক্ষার্থী।

শুক্রবার (২৮ জুলাই) সকাল সোয়া ১১টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে, চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা ও কক্সবাজার মিলিয়ে এবার পাসের হার ৭৮ দশমিক ২৯ শতাংশ। গতবছর ছিল ৮৭ দশমিক ৫৩ শতাংশ।

এর মধ্যে ছাত্র পাসের হার ৭৭ দশমিক ৭৫ শতাংশ এবং ছাত্রী পাসের হার ৭৮ দশমিক ৭২ শতাংশ।

এবছর জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৪ জন ছাত্র ও ৬ হাজার ৪৪৬ জন ছাত্রী।

বিজ্ঞান বিভাগে পাশের হার সবচেয়ে বেশি, ৯৩ দশমিক ৮৪ শতাংশ। মানবিকে পাসের হার সবচেয়ে কম, ৬৫ দশমিক ৪১ শতাংশ। ব্যবসায় শিক্ষায় পাসের হার ৮২ দশমিক ০৬।

বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮৭১ ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪১৭ জন আর মানবিকে ১৬২ জন।

চলতি বছর চট্টগ্রাম মহানগরীর বিদ্যালয়গুলোতে পাসের হার ৮৫ দশমিক ৪৩ শতাংশ। মহানগর বাদে জেলায় পাশের হার ৭৮ দশমিক ১০ শতাংশ।

কক্সবাজার জেলায় পাসের হার ৭৭ দশমিক ২৫ শতাংশ। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে ৬৭ দশমিক ৯২ শতাংশ। খাগড়াছড়ি জেলায় পাসের হার ৬৮ দশমিক ৩৭ শতাংশ এবং বান্দরবান জেলায় ৭০ দশমিক ৩০ শতাংশ।

সারাবাংলা/আরডি/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর