Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএসসিতে কমেছে পাসের হার

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৩ ১৩:৪২

ঢাকা: এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ, যা গতবারের চেয়ে ৭ দশমিক ০৫ শতাংশ কম। গত বছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ।

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসেছি ও সমানের ফলাফল প্রকাশের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

পাশের হার কম বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, গতবছর পূর্ণ নম্বরে সকল বিষয়ে পরীক্ষা হয়নি। সময় অল্প ছিল। প্রশ্নপত্র কম ছিল। এসব কারণে গতবছর ফলাফল ভালো হয়েছে। এবার পূর্ণ নম্বরে সকল বিষয়ে পরীক্ষা হয়েছে তাই স্বাভাবিকভাবেই পাশের হার কমেছে।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাদ্রাসা ও কারিগরি বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান,আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরএফ/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর