Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল বোর্ডে পাস ৯০.১৮ শতাংশ, কমেছে জিপিএ-৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৩ ১৫:০৯

বরিশাল: চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বরিশাল বোর্ডে ৯০.১৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর যা ছিল ৮৯.৬১ শতাংশ।

তবে এবার পাসের হার বাড়লেও এ বছর জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৩১১ জন। গত বছর যা ছিল ৯ হাজার ৭৬৮ জন।

শুক্রবার (২৮ জুলাই) সকালে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বরিশালে এবার মোট পরীক্ষার সংখ্যা ৯১ হাজার ৯৭৯ জন। এরমধ্যে অংশ গ্রহণ করেছে ৯০ হাজার ১৯৬ জন। পাস করেছে ৮১ হাজার ৩৩৯ জন আর বহিষ্কার হয়েছে ৪৫ জন। বিভাগের ছয় জেলার মধ্যে এ বছর ১৯০টি কেন্দ্রে ১৪৭৭টি বিদ্যালয় অংশ নিয়েছে। এর মধ্যে ২৩১টি স্কুলের শিক্ষার্থী শতভাগ পাস করেছে।

তিনি আরও জানান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের ভালো করার প্রবল ইচ্ছা ও চেষ্টার কারণেই ভালো ফলাফল হয়েছে।

সারাবাংলা/এমও

জিপিএ-৫ বরিশাল বোর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর