Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে রাবিতে মানববন্ধন


১২ মে ২০১৮ ১৫:৪৯

।। রাবি প্রতিনিধি ।।

রাবি: ‘ধর্ষণের একমাত্র শাস্তি হোক মৃত্যুদণ্ড’, এমন দাবি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘কথোপকোথন’ নামে এক সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘দেশে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। এর একমাত্র কারণ হলো ধর্ষকদের যথাযথ শাস্তি না হওয়া। ধর্ষণ এখন সামাজিক ব্যাধি। সরকার যদি ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করে তাহলে এ ধরনের অপরাধ বন্ধ হয়ে যাবে।’

বক্তারা আরও বলেন, ‘ধর্ষণের কারণ হিসেবে মেয়েদের স্বাধীনতা বা পোশাককে দোষ দেওয়া হয়। ঘরের বাইরে গেলে সবসময় মেয়েদের আতঙ্ক নিয়ে ঘুরে বেড়াতে হয়। তাদের ভাগ্যে কি হবে তারা নিজেরাও বলতে পারে না।’

বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী রকিবুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী শামীম শাহরিয়ার, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিতান, অনন্ত, শারমিন প্রমুখ।

সারাবাংলা/এমও/

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর