Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাসমাবেশ শুরুর পর বৃষ্টি, মহাদুর্ভোগে বিএনপি কর্মীরা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৩ ১৫:৫৭

ছবি: সারাবাংলা

ঢাকা: সরকার পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে মহাসমাবেশটি শুরু হয়। কোরআন তেলোয়াত করেন ওলামা দলের সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক।

মহাসমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও আব্দুস সালাম।

ছবি: সারাবাংলা

ছবি: সারাবাংলা

মহাসমাবেশ শুরুর আধাঘণ্টা ৪৫ মিনিট পর মুসলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় সড়কে থাকা বেশিরভাগ নেতাকর্মী অলিগলিতে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। তবে বিপুল সংখ্যক লোক বৃষ্টিতে ভিজে সড়কেই অবস্থান করেন। ফলে মহাসমাবেশে আশা নেতাকর্মীরা পড়েন মহাদুর্ভোগে।

এর আগে, দুপুর দেড়টার দিকে পল্টন এলাকায় বৃষ্টি শুরু হয়েছিল। সে সময় মহাসমাবেশে যোগ দিতে আসা বিএনপির অনেক নেতাকর্মী সড়ক ছেড়ে দোকানপাটের সামনে অবস্থান নেন। দুপুর ২টার কিছু আগে বৃষ্টি থেমে যায়। পরে নেতাকর্মীরা আবার সড়কে অবস্থান নেন।

ছবি: সারাবাংলা

ছবি: সারাবাংলা

মঞ্চে থাকা দলের শীর্ষ নেতাদের জন্য বড় বড় ছাতার ব্যবস্থা করা হলেও মুষলধারে নেমে আসা বৃষ্টিতে থেকে পুরোপুরি বাঁচতে পারেননি তারা। আধা-ভেজা অবস্থায় মঞ্চেই অবস্থান নেন তারা।

এর আগে, সকাল ১০টায় মহাসমাবেশ শুরুর চার ঘণ্টা আগেই বিএনপির নেতা-কর্মীতে ভরে যায় সমাবেশস্থল। বিপুলসংখ্যক নেতা-কর্মী নয়াপল্টনে অবস্থান করে বিভিন্ন স্লোগান দেন।

বিজ্ঞাপন

সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকবাবিলায় বরাবরের মতোই নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/এজেড/এনএস

বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর