Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে জামায়াতের ঝটিকা মিছিল, গ্রেফতার ২১

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৩ ১৬:০১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে জামায়াত-শিবিরের বের করা ঝটিকা মিছিল থেকে ছোঁড়া ইটের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুই পুলিশ সদস্য হলেন- ডবলমুরিং থানার সিনিয়র সহকারী কমিশনার মুকুল চাকমা ও কনস্টেবল মো. মুসা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পশ্চিম জোনের উপ কমিশনার জসিম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘তারা নারায়য়ে তাকবীর আল্লাহ আকবর স্লোগান দিয়ে মিছিল বের করে। পরে পুলিশ তাদের ধাওয়া দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে ডবলমুড়িং থানার সিনিয়র সহকারী কমিশনার মুকুল চাকমাসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এস আই) আহলাদ জামিল সারাবাংলাকে বলেন, ‘জুমার নামাজ শেষে আগ্রাবাদ থেকে জামায়াত শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল নিয়ে চৌমুহনী এলাকায় এলে সেখানে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের এসি স্যারের মাথা ফেটে গেছে ও এক কনস্টেবল আহত হয়েছেন। পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে তারা।’

ঘটনার প্রত্যক্ষদর্শী আসাদ রায়হান নামে ছাত্রলীগের সাবেক এক নেতা সারাবাংলাকে বলেন, ‘নামাজ শেষে জামায়াত-শিবির মিছিল বের করে পুলিশের উপর হামলা চালিয়েছে। পরে আমরা কয়েকজন শিবিরের কর্মীকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছি।’

সারাবাংলা/আইসি/এমও

চট্টগ্রাম জামায়াত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর