Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএসসি পরীক্ষায় অনুপস্থিতিতে এগিয়ে ছেলেরা

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৩ ২০:৩৮

ঢাকা: এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ছেলে শিক্ষার্থীর সংখ্যা মেয়েদের তুলনায় বেশি। সব শিক্ষা বোর্ডে এবার অনুপস্থিত ছাত্র ৩৪ হাজার ৭৪৭ জন আর ছাত্রী ২৮ হাজার ৮৫০ জন। চলতি বছর সব বোর্ড মিলিয়ে মোট ছেলে ১ লাখ ৪৪ হাজার ৫৫০ জন। ছাত্রী ১ লাখ ৬০ হাজার ৪৯৭ জন।

২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সব বোর্ডের ফলাফল পর্যবেক্ষণ করে এসব তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায় সব সাধারণ বোর্ড, বিআইএসই ও মাদ্রাসা বোর্ডে অনুপস্থিতির দিক দিয়ে ছাত্রীরা এগিয়ে থাকলেও কারিগরি শিক্ষা বোর্ডে মেয়েদের চেয়ে ছেলেরা অনেক বেশি এগিয়ে। কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৫৪ হাজার ৩৯৬ জনের মধ্যে অনুপস্থিত ছিল ৩১ হাজার ৯৫২ জন। এ বোর্ডে অনুপস্থিত শিক্ষার্থীর মধ্যে ছাত্র ২৩ হাজার ১৯০ জন আর ছাত্রী ৮ হাজার ৭৬২ জন।

বিজ্ঞাপন

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (বিআইএসই)-তে ১৬ লাখ ৫৫ হাজার ১৩১ জনের মধ্যে অনুপস্থিত ২১ হাজার ২১২ জন। মাদ্রাসা বোর্ডে ২ লাখ ৯৫ হাজার ৫২০ জনের মধ্যে অনুপস্থিত ১০ হাজার ৪৩৩ জন। আর নয়টি সাধারন শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরিক্ষার্থী ১৬ লাখ ৫৫ হাজার ১৩১ জনের মধ্যে অনুপস্থিত ২১ হাজার ২২১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিত ঢাকা বোর্ডে ৪ হাজার ৯৯ জন যার মধ্যে ছাত্রী ২ হাজার ৮২৫ জন ও ছাত্র ১ হাজার ২৭৪ জন। পরীক্ষার্থী সংখ্যায়ও এগিয়ে ঢাকা বোর্ড ৪ লাখ ২০ হাজার ৫২৫ জন যার মধ্যে ছাত্রী ২ লাখ ২৩ হাজার ১২৩ জন আর ছাত্র ১ লাখ ৯৭ হাজার ৪০২ জন। এ বোর্ডে মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা ছাত্রের চেয়ে ২৫ হাজার ৭২১ জন বেশি। অনুপস্থিত শিক্ষার্থীর মধ্যেও দেখা যায় ছাত্রীর সংখ্যা অনুপস্থিত ছাত্রের চেয়ে ১ হাজার ৫৫১ জন বেশি।

বিজ্ঞাপন

সবচেয়ে কম অনুপস্থিত শিক্ষার্থী দেখা যায় সিলেট বোর্ডে ৮৮০ জন। এ বোর্ডে মোট শিক্ষার্থী ১ লাখ ১০ হাজার ৪১২ জন। এখানে মোট অংশগ্রহণকারী ছাত্রী ৬৪ হাজার যাদের মধ্যে অনুপস্থিত ৬০০ জন। আর মোট অংশ গ্রহণকারী ছাত্র ৪৫ হাজার ৫৬৩ জন যার মধ্যে অনুপস্থিত ২৮০ জন।

সারাবাংলা/আরএফ/একে

উপস্থিতি এসএসসি পরীক্ষা শিক্ষা বোর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর