ঢাকা: রাজধানী ঢাকার সবকটি প্রবেশপথে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। শনিবার (২৯ জুলাই) সকাল ৯টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতৃত্বে প্রবেশপথগুলোতে অবস্থান কর্মসূচি শুরু হবে। এর আগে ঢাকার প্রবেশপথগুলোতে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি।
ঢাকার মহানগর দক্ষিণ ও উত্তরের নেতৃত্বে রাজধানীর সব প্রবেশমুখে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এতে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও অবস্থান করবে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দফতর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী জানান, আগামীকা শনিবার সকাল ৯টা থেকে গাবতলী ও আবদুল্লাহপুরে মহানগর নেতারা অবস্থান কর্মসূচি পালন করবে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন জানান, শনিবার ঢাকার প্রবেশমুখে ডেমরা, যাত্রাবাড়ী, বাবু বাজার, শ্যামপুর, কমলাপুর অবস্থান নেবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সার্বিক বিষয় মনিটরিং করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
সরকারের পদত্যাগ দাবিতে ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। শনিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দলটি এ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিকদলগুলোও একই দাবি অভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অপরদিকে শুক্রবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেটে ক্ষমতাসীন দলটির তিন সংগঠনের উদ্যোগে বিএনপি-জামায়াতের হত্যা-সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।