Thursday 28 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিদ্ধান্তে অনড় বিএনপি, ঢাকার প্রবেশ মুখে যাচ্ছে নেতা-কর্মীরা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৩ ১০:৫৪

গাবতলীতে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা, ছবি: সারাবাংলা

ঢাকা: পুলিশি অনুমোদন না পেলেও পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকার প্রবেশ মুখে অবস্থান নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বিএনপি। দলের কর্মী-সমর্থকদের নিয়ে পূর্বনির্ধারিত স্থানের দিকে যাচ্ছেন দায়িত্বশীল নেতারা। সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে সকাল ১১টার মধ্যে স্পটে পৌঁছানোর।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান শনিবার (২৯ জুলাই) সকাল ১০টায় সারাবাংলাকে বলেন, ‘আমরা ১১টার মধ্যে পূর্বনির্ধারিত স্পট গাবতলীতে পৌঁছাব। ওখানে প্রধান অতিথি হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান থাকবেন। আমরা দুইজন একসঙ্গেই থাকব। নেতা-কর্মীদের যথা সময়ে স্পটে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠা, খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের মুক্তি ও বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শনিবার ঢাকার গুরুত্বপূর্ণ পাঁচটি প্রবেশ মুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল শুক্রবার (২৮ জুলাই) পল্টনের মহাসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে গাবতলীতে সতর্ক অবস্থায় পুলিশ, ছবি: সারাবাংলা

বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে গাবতলীতে সতর্ক অবস্থায় পুলিশ, ছবি: সারাবাংলা

পূর্বঘোষণা অনুযায়ী, শনিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উত্তরা বিএনএস সেন্টারের উল্টো দিকে রাস্তার পূর্ব পাশে ঢাকা মহানগর উত্তর বিএনপি অবস্থান করবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বিজ্ঞাপন

একই সময় গাবতলী এস এ খালেক বাস স্টেশনের সামনেও অবস্থান করবে ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকটি অংশ। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সভাপতিত্ব করবেন ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

এছাড়া সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়া বাজার বিএনপি অফিসের সামনে অবস্থান করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সভাপতিত্ব করবেন ঢাকা দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।

একই সময় যাত্রাবাড়ী হানিফ ফ্লাই ওভার থেকে নেমে চট্টগ্রাম রোডের দনিয়া কলেজের সামনে অবস্থান করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির একটি অংশ। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।

বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে গাবতলীতে সতর্ক অবস্থায় পুলিশ, ছবি: সারাবাংলা

বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে গাবতলীতে সতর্ক অবস্থায় পুলিশ, ছবি: সারাবাংলা

বিএনপি এই কর্মসূচি ঘোষণার পর পরই ঢাকার প্রবেশ মুখগুলোতে শান্তি সমাবেশ করার ঘোষণা দেয় আওয়ামী যুবলীগ। তাদের এই ঘোষণার প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনের (ডিএমপি) পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, আইনশৃঙ্খলা পরিস্থিত অবনতির আশঙ্কা থাকায় কাউকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।

ডিএমপির এমন সিদ্ধান্তের পরও কর্মসূচি পালনের সিদ্ধান্তে অনড় রয়েছে বিএনপি। তারা পূর্বঘোষিত ঢাকার পাঁচটি গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে অবস্থান নেবে।

এ প্রসঙ্গে আমান উল্লাহ আমান সারাবাংলাকে বলেন, ‘আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব। ইতোমধ্যে আমাদের নেতা-কর্মীরা স্পটে যেতে শুরু করেছে। আশা করি সরকার, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের কর্মসূচি পালনে সহযোগিতা করবে। বাধা দিয়ে অনাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করবে না।’

সারাবাংলা/এজেড/এনএস

বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর