Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কদমতলীতে যুবলীগের অবস্থান, দেখা নেই বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৩ ১১:৩৪ | আপডেট: ২৯ জুলাই ২০২৩ ১৩:০৮

কদমতলীতে অবস্থান নিয়েছে যুবলীগের নেতা-কর্মীরা, ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা কেরানীগঞ্জের কদমতলীতে যুবলীগের নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। তবে এ সময় বিএনপি নেতা-কর্মীদের কাউকে দেখা যায়নি।

শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিন ঘুরে এমনটাই চিত্র দেখা গেছে। কদমতলীতে অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদ সাধারণ সম্পাদক ম-ই মামুন, ঢাকার আওয়ামী লীগের নেতা জসিমসহ প্রমুখ।

বিজ্ঞাপন
কদমতলীতে যুবলীগের অবস্থান কর্মসূচি, ছবি: সারাবাংলা

কদমতলীতে যুবলীগের অবস্থান কর্মসূচি, ছবি: সারাবাংলা

এদিকে সকাল থেকে নিরাপত্তার জোড়দার করার জন্য কঠোর অবস্থানে রয়েছেন পুলিশ ও এজিপি। তবে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে শুরু করে বাবু বাজার পর্যন্ত বিএনপি নেতাকর্মী কাউকে দেখা যায়নি।

কোতোয়ালি থানার জোনার টিমের এডিসি মুহিত সারাবাংলাকে বলেন, ‘যেকোনো প্রকার নাশকতার এড়াতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। তবে সকাল থেকে এখন পর্যন্ত কোনো প্রকার নাশকতামূলক কর্মকাণ্ড চোখে পড়েনি।’

সারাবাংলা/এআই/এনএস

কদমতলী বিএনপি যুবলীগ

বিজ্ঞাপন

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ
৭ এপ্রিল ২০২৫ ০৮:২৭

আরো

সম্পর্কিত খবর