টঙ্গীতে দেয়াল ধসে ৩ নির্মাণ শ্রমিক নিহত
২৯ জুলাই ২০২৩ ২১:০৮
গাজীপুর: মহানগরীর টঙ্গীতে দেয়াল ধসে তিন জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কড়ইকান্দি গ্রামের আরিফ হাসানের ছেলে বকুল (৩৫), একই এলাকার নর্দানগর গ্রামের আকন্দ মিয়ার ছেলে সুলতান (৫০) ও টঙ্গীর গোপালপুর এলাকার ধনু মিয়ার ছেলে সবুজ (৩৫)।
এ ঘটনায় আরও দু’জন শ্রমিক আহত হয়েছেন। আহতরা হলেন- নয়ন (২৫) ও মাহাতাব (৩০)। তাদের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে মাহাতাবের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানায়, শনিবার সকাল থেকেই ওই এলাকায় গাজীপুর সিটি করপোরেশনের নির্মাণাধীন ড্রেনের কাজ করছিলেন ৩০ জন শ্রমিক। সন্ধ্যায় পার্শ্ববর্তী একটি চার তলা বাড়ির সীমানা প্রাচীর ধসে পড়লে ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়। এ সময় আরও দু’জন শ্রমিক আহত হন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, ‘দেয়াল ধসে তিনজন নিহত হয়েছেন। দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।‘
টঙ্গী পূর্ব থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হাসপাতাল থেকে লাশগুলো উদ্ধার করে থানায় আনা হবে।’
সারাবাংলা/এমও