Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় বাসে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৩ ২৩:৩৭ | আপডেট: ৩০ জুলাই ২০২৩ ১২:১৯

ঢাকা: রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় মালেকাবানু স্কুলের সামনে বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (২৯ জুলাই) রা‌ত সোয়া ১০টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

সার্ভিসের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, ‘উত্তরা হাউজ বিল্ডিংয়ে ঈগল পরিবার নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।’

তিনি আরও বলেন, ‘বাসটিতে কীভাবে আগুন লেগেছে, আমরা তা জানতে পারিনি। বাসটি রাস্তায় দাঁড়ানো অবস্থায় ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’

আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

সারাবাংলা/ইউজে/একে

ফায়ার সার্ভিস বাসে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর