Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থানায় থানায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবে আ.লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৩ ১৪:১১

ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ে আগামীকাল আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। নতুন কর্মসূচি অনুযায়ী সোমবার (৩১ জুলাই) থানায় থানায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবে  ক্ষমতাসীন দলটি।

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হবে। রোববার (৩০ জুলাই) ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, ‘পুরাতন বাণিজ্যমেলার মাঠ ব্যবহারে অনুপযোগী হওয়ায় শান্তি সমাবেশের পরিবর্তে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। সেটা আগামীকাল সোমবার হবে।’

বিজ্ঞাপন

ঢাকা উত্তর আওয়ামী লীগের দফতর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী সারাবাংলাকে বলেন, ‘আগামীকাল সোমবার আমাদের শান্তি সমাবেশ ছিল, কিন্তু সমাবেশের পরিবর্তে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে আমাদের নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে থাকবে।’

সারাবাংলা/এনআর/এনএস

আওয়ামী লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর