Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়া কখনও শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেনি: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২৩ ১৬:১২

ইউক্রেন নিয়ে শান্তি আলোচনার ধারণা কখনও প্রত্যাখ্যান করেননি বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গে আফ্রিকান নেতাদের সঙ্গে সাক্ষাতের পর বক্তৃতাকালে তিনি বলেন, আফ্রিকা ও চীনের উদ্যোগ শান্তি খোঁজার ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

তবে পুতিন আরও বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনী যখন আক্রমণাত্মক, তখন কোনো যুদ্ধবিরতি হতে পারে না।

তার কথা বলার কয়েক ঘণ্টার মধ্যে রুশ ক্রেমলিন জানিয়েছে, মস্কোতে ইউক্রেনের একটি ড্রোন হামলায় দুটি অফিস ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছে। মস্কোর ভিনুকোভা বিমানবন্দরে কয়েকটি ফ্লাইটও বাতিল করা হয়েছে।

শান্তি আলোচনার বিষয়ে ইউক্রেন এবং রাশিয়া উভয়ই এর আগে বলেছিল, তারা কিছু পূর্বশর্ত ছাড়া আলোচনার টেবিলে বসবে না।

কিয়েভ বলেছে, তারা কোনো ভূখণ্ড রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার শর্ত মানবে না। কিন্তু মস্কো বলছে, কিয়েভকে অবশ্যই তার দেশের নতুন আঞ্চলিক বাস্তবতা মেনে নিতে হবে।

এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। যুদ্ধের প্রথম সপ্তাহে কয়েক দফা আলোচনায় বসে দুই পক্ষ। তবে এসব আলোচনা থেকে ইতিবাচক ফল আসেনি। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামাতে চীন ও আফ্রিকান নেতারা কয়েকটি উদ্যোগ নিয়ে কাজ করছেন। আফ্রিকান নেতারা সম্প্রতি ইউক্রেন সফরের পর রাশিয়া সফরে গেছেন।

সারাবাংলা/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর