Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শৈলকূপায় কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৩ ১২:৪৩

ঝিনাইদহ: শৈলকূপায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার (৩০ জুলাই) রাতে উপজেলার পদমদি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ১২টার দিকে চিৎকার চেঁচামেচি শুনে গৃহবধূ নাজমার বাড়িতে যায় প্রতিবেশীরা। সেখানে নাজমার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয় তারা। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বেশ কয়েকদিন ধরে স্বামী রইচ উদ্দিনের সাথে নাজমা খাতুনের পারিবারিক কলহ চলছিলো। রইচ উদ্দিন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

কুপিয়ে হত্যা শৈলকূপা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর