Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বিএনপির মঞ্চ নির্মাণের কাজ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৩ ১৩:১২

ঢাকা: সোমবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টা। বিশাল উদ্যানে গাছের ছায়াঢাকা অংশে চলছে বিএনপির জনসমাবেশের জন্য মঞ্চ তৈরির কাজ। আশপাশে নেই নেতা-কর্মীর উপচে পড়া ভিড়। অথচ আটদিন আগে একই স্থানে তারুণ্যের সমাবেশ শুরুর কয়েক ঘণ্টা আগে মঞ্চের সামনের অংশ ও সড়ক ছিল বিএনপির নেতা-কর্মীতে ঠাসা।

ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে পূর্বঘোষিত জেলা ও বিভাগীয় শহরে জনসমাবেশের অংশ হিসেবে সোমবার (৩১ জুলাই) বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি।

যদিও দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় জানানো হয়ছিল সোমবার (৩১ জুলাই) দুপুর ২টায় নয়াপল্টনে এ জনসভা অনুষ্ঠিত হবে।

পরে রোববার রাত ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান নয়াপল্টনের পরিবর্তে বিএনপির জনসভা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে সোমবার বিকেল ৩টায়।

রোবাবার দুপুর ১২টার দিকে চারটি পিকঅ্যাপ ভ্যান দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে অস্থায়ী মঞ্চ তৈরির কাজ শুরু করে বিএনপি। দুপুর ১টায় এ রিপোর্ট লেখা সময় মঞ্চ তৈরির কাজ চলছিল।

আজকের জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম।

সারাবাংলা/এজেড/ইআ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

৫০-এ ‘এমন যদি হতো’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩০

আদালতে হিরো আলমের ওপর হামলা
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৯

সম্পর্কিত খবর