Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে আত্মঘাতী হামলায় আইএস জড়িত: পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২৩ ১৪:৩৪

পাকিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলার প্রাথমিক তদন্তে জঙ্গিগোষ্ঠী দায়েশের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) স্থানীয় নাম দায়েশ।

পুলিশ বিভাগের তরফ থেকে বলা হয়েছে, আমরা এখনও তদন্ত করছি। বিভিন্ন তথ্য সংগ্রহ করছি। প্রাথমিক তথ্য অনুযায়ী, সন্ত্রাসী হামলার সঙ্গে দায়েশ জড়িত।

সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

রোববার (৩০ জুলাই) খাইবার পাখতুনখোয়ার ছোট শহর খারে জামিয়ত উলেমা ইসলাম-ফজল (জেইউআই-এফ) এর কর্মী সম্মেলন বিস্ফোরণটি ঘটে। এ ঘটনায় সোমবার পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশ।

জেইউআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং খাইবার পাখতুনখোয়া তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আজম খানের কাছে ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন।

আত্মঘাতী হামলার শিকার দলটি প্রধানমন্ত্রী শেহবাজের জোট সরকারের অন্যতম মিত্র। আগামী নভেম্বরে পাকিস্তানের জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটি।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আত্মঘাতী বোমা হামলার নিন্দা জানিয়েছেন। এ ঘটনাকে পাকিস্তানের গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আক্রমণ বলে অভিহিত করেছেন তিনি। দায়ীদের শাস্তির আওতায় আনা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

সম্প্রতি পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা ব্যাপক বেড়েছে। দায়েশ, টিটিপি ও অন্যান্য কয়েকটি সন্ত্রাসী সংগঠনের জন্য পাকিস্তানের সীমান্ত প্রদেশগুলো আবারও অভয়ারণ্য হয়ে উঠেছে। বিশেষ করে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর টিটিপির কার্যক্রম বেড়েছে।

স্বাধীন থিঙ্ক ট্যাঙ্ক পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) প্রকাশিত একটি পরিসংখ্যান প্রতিবেদনে দেখা গেছে, ২০২৩ সালের প্রথমার্ধে দেশে সন্ত্রাসী কার্যক্রম ৭৯ শতাংশ বেড়েছে।

সারাবাংলা/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর