Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীর ১৬৫টি পুকুর রক্ষায় হাইকোর্টের ৪ নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৩ ১৩:৫২

ঢাকা: রাজশাহী শহরের ১৬৫টি পুকুর দখল বা মাটি দিয়ে ভরাট না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২০২২ সালের ৮ আগস্ট হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায়ে এমন নির্দেশনা দিয়েছেন আদালত।

সোমবার (৩১ জুলাই) ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের বিষয়টি জানিয়েছেন রিটের পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ।

রাজশাহীতে পুকুর ভরাট ও দখল নিয়ে ২০১৪ সালে সংবাদ প্রকাশের পর জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে একটি রিট দায়ের করা হয়। ওই রিটের দীর্ঘ শুনানি শেষে রুল যথাযথ ঘোষণা করে গত বছরের ৮ আগস্ট হাইকোর্ট রায় দেয়।

জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ জানান, রাজশাহী শহরে থাকা ১৬৫টি পুকুর দখল বা মাটি দিয়ে যেন ভরাট না করা হয়, তা নিশ্চিত করতে রায়ে ৪ দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

সেগুলো হলো-
১. অবিলম্বে এবং ইতিবাচক পদক্ষেপ নিয়ে ১৬৫টি পুকুরের একটি পুকুরের যেন দখল বা মাটি ভরাট না করা হয়, তা নিশ্চিত করতে হবে।

২. পুকুরগুলোকে তাদের আসল প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী বজায় রাখা নিশ্চিত করতে হবে।

৩. এটি চলমান মামলা থাকবে যেন পুনরায় ভবিষ্যতে পুকুর দখল বা মাটি ভরাট না করা হয়।

৪. অবিলম্বে এবং ইতিবাচক পদক্ষেপ নিয়ে বিখ্যাত সুকান দিঘিকে তার আদি প্রকৃতিতে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ এবং দিঘির দখল হওয়া অংশ পুনরুদ্ধার করতে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

সারাবাংলা/কেআইএফ/এমও

টপ নিউজ নির্দেশনা হাইকোর্ট


বিজ্ঞাপন
সর্বশেষ

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর