‘দেশে বিদেশি কূটনীতিকদের তৎপরতা ভিয়েনা কনভেনশন পরিপন্থী’
৩১ জুলাই ২০২৩ ১৪:০৯
ঢাকা: জাতীয় নির্বাচন সামনে রেখে বিদেশি কূটনীতিকদের তৎপরতা ভিয়েনা কনভেনশনের পরিপন্থী বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিষয়টি তাদের স্মরণ করিয়ে দিতে হবে।’
রোববার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ঢাকা-১৭ আসনের নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী আশরাফুল আলমের (হিরো আলম) ওপরে হেনস্থার ঘটনায় ১৩ রাষ্ট্রদূতের বিবৃতির দেওয়ার প্রেক্ষাপটে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বা পৃথিবীর যেকোনো দেশে তাদের কার্যক্রমের একটি সীমানা আছে— ভিয়েনা কনভেনশন আছে। এটি মেনে তারা যদি চলেন, তাহলে আমাদের বলার কিছু নেই। আমরা গিয়ে তাদের সঙ্গে মারামারি করবো? তাদের স্মরণ করিয়ে দিচ্ছি, আপনাদের তৎপরতা ভিয়েনা কনভেনশনের বিরুদ্ধে। এ কথা বলার তো অধিকার আমাদের আছে। সেটা আমরা বলেছি।’
আমরা কী তাদের সঙ্গেও সংঘাত করবো, প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, ‘আমরা যুক্তি দিয়ে তাদের বলেছি—যু ক্তিরও একটা বিষয় আছে। তারা যে কথাগুলো বলে আসছেন, তারা নিজেরাও যদি সেই কথার বিরোধিতা করেন— তা তো স্ববিরোধী। আমরা তাদের স্মরণ করে দেব, আপনারা সঠিক কাজ করছেন না।’
রাজনীতি সহিংসতার দিকে যাচ্ছে, এটির দায় কী কেবল বিএনপিরই, নাকি সরকারেরও আছে, এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ দল বা ব্যক্তির ওপর পড়ে। এটি ব্যাখ্যা বিশ্লেষণ করলে অনেক কথাই আসে। ইউরোপিয় ইউনিয়ন ও আমেরিকানদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো— আমরা সমাবেশ করলাম বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে, তারা করলেন নয়াপল্টনে। ঠিক পরের দিন ঢাকার প্রবেশ পথে তারা অবস্থান কর্মসূচি দিয়েছেন। এটি কী ধরনের কর্মসূচি, আমরা তো কখনো এ ধরনের কোনো কর্মসূচি নিইনি।’
দেশের প্রধান প্রধান মহাসড়কগুলো অবরোধ করবে— ঢাকা-চট্টগ্রাম যোগাযোগ বন্ধ হয়ে যাবে, ঢাকা-উত্তরবঙ্গের সংযোগ বন্ধ হয়ে যাবে। এটি কেন? এটি কোন রাজনীতি, কোন গণতন্ত্র? নির্বাচন সামনে রেখে এমন কর্মসূচি যারা নেন, তাদের ওপরই ভিসানীতি কার্যকর করা উচিত। এটি পরিষ্কারভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করা, বলেন ওবায়দুল কাদের।
সারাবাংলা/জেআর/এমও