Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মার্কিন ভিসা নীতির প্রয়োগ বিএনপির ওপরেই করা উচিত’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৩ ১৪:৪২

ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন উপলক্ষ্যে যদি কেউ ভিসানীতি প্রয়োগ করেন, তাহলে তো সেটা তাদের (বিএনপি) ওপর হওয়া উচিত। তাদের উদ্দেশ্য একটা লাশ ফেলা, লন্ডন থেকে তারেক রহমান ভিডিওতে বলেছেন, একটা লাশ ফেললে ১০টা ফেলতে হবে। কী ভয়াল তাদের অ্যাটিটিউড!

সোমবার (৩১ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির কর্মসূচি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘গোলাপবাগে হোঁচট খেয়ে সোহরাওয়ার্দী উদ্যানেই গেল। অনুমতি নিয়েই তো গেল। অনুমতি আর নেব না। দখল করে ফেলছি ঢাকা, বাংলাদেশ। এত সোজা রাজনীতি? তাদের উদ্দেশ্য তারা একটি লাশ ফেলবে। পুলিশের ওপর যে হামলাটা করেছে, পুলিশ তো বাধা দেবেই।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম রোড বন্ধ করে দিলে কি পুলিশ চোখ বন্ধ করে রাখবে? আমি পুলিশকে দোষ দেব না। জনগণের জানমাল রক্ষা করার দায়িত্ব পুলিশের। পুলিশের ওপর যে হামলা হয়েছে, তারা তো বাধা দেবেই। তারা ঢাকা-চট্টগ্রাম প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে। পুলিশ চুপ করে থাকবে? এটি পুলিশের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা এবং চলাচল উন্মুক্ত রাখা।’

রাজনৈতিক অস্থিরতার মধ্যে সরকারের অবস্থান কী- এমন এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার সরকারের পথেই আছে। সরকারের উদ্দেশ্য শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখা। নির্বাচনের আগেও, নির্বাচনের পরেও শান্তিপূর্ণ পরিবেশ।’

কিন্তু এমন পরিবেশ সরকার বজায় রাখতে পারছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেন পারব না, রোববার যে ঘটনা ঘটে গেল। অ্যাপায়নের পরে তাদের কর্মীদের অবস্থা কী? খবর নেই। সেই মুড আছে? সবাইকে অতিরিক্ত জামাকাপড় নিয়ে ঢাকায় আসতে বলেছে তারা। বেচারারা জামাকাপড় নিয়ে এসে থাকতে পারল না, ফিরে গেল। টাকাও শেষ-দুই হাজার টাকা করে দেওয়া হয়েছিল।’

আওয়ামী লীগ কোনো উত্তেজনায় যাবে না জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমরা নির্বাচন চাই, উত্তেজিত হলে তো আমাদের চলবে না। আমরা সরকারি দল। তারা যেকোনো মূল্যে যেকোনো পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা থেকে শেখ হাসিনাকে হটাতে চায়। এটি তাদের টার্গেট। আমাদের তো সেই টার্গেট নেই। নির্বাচনে জনগণ চাইলে আবারও ক্ষমতায় থাকব, জনগণ না চাইলে থাকব না নিয়মানুযায়ী।’

‘বিএনপি কর্মসূচি দিলে আওয়ামী লীগও দেয়। এখন আওয়ামী লীগ সেই জায়গা থেকে সরে এসেছে। এটি অবস্থার পরিবর্তন কিনা? প্রশ্নে তিনি বলেন, নির্বাচন পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত আছে। তবে ধরন পাল্টাবে। যেমন, কাল থেকে শোক দিবস। এ মাসের কর্মসূচি ভিন্ন হবে। এ মাসের গাম্ভীর্য বজায় রেখে কর্মসূচি রাখতে হবে। নির্বাচন পর্যন্ত কোনো ছাড়াছাড়ি নেই।’

তিনি বলেন, ‘আমরা মাঠে আছি, সতর্ক অবস্থানে। আজকেও সতর্ক অবস্থানে।’

সারাবাংলা/জেআর/ইআ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর