Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকারের বিদায় নিতে আর বেশি দিন বাকি নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৩ ১৫:২২

ঢাকা: রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেছেন, ‘বর্তমান সরকারের বিদায় নিতে আর বেশি দিন বাকি নেই। সরকারের পদত্যাগ নিয়ে কোনো তালবাহানা চলবে না।’

সোমবার (৩১ জুলাই) পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পুরানা পল্টন এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিল শেষে একটি বিক্ষোভ মিছিল বিজয় নগর সড়ক ঘুরে আবার পল্টন মোড়ে এসে শেষ হয়।

হাসনাত কাইয়ুম বলেন, ‘সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকার এবং সে সরকারের উদ্যোগে একটা সুষ্ঠু নির্বাচন করে সাংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন চলবে। আর এই আন্দোলনের মাধ্যমে সরকারের বিদায় নিতে হবে।’

আ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, ‘সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দমনপীড়ন শুরু করেছে। সরকারের এই পদক্ষেপে কোনো লাভ হবে না। সরকারকে বিদায় নিতেই হবে।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘মেয়াদোত্তীর্ণ ওষুধ মানুষের শরীর নষ্ট করে, তেমনি এই মেয়াদোত্তীর্ণ সরকার দেশকে নষ্ট করছে। এই সরকার মুক্তিযুদ্ধকে রাজনৈতিক পণ্যে পরিণত করেছে। বিরোধী দলের কর্মসূচির উপর তাদের গুন্ডা বাহিনী দিয়ে হামলা করাচ্ছে। রাষ্ট্রীয় পুলিশ ও আওয়ামী লীগের গুণ্ডাবাহিনী সারা দেশে তাণ্ডব সৃষ্টি করছে।’

সাইফুল হক বলেন, ‘সরকার বিরোধী দলের আন্দোলনকে ভিন্ন খাতে সরিয়ে নিতে আহত আমান উল্লাহ আমানের জন্য ফল পাঠিয়েছে। গয়েশ্বর চন্দ্র রায়কে ডিবি প্রধানের কার্যালয় নিয়ে আপ্যায়ন করেছে। তবে আপ্যায়নের দৃশ্য ভিডিও করে প্রচার করা রাজনীতির শিষ্টাচারের মধ্যে পড়ে না। এতে প্রমাণ হয় আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে।’

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘আমাদের এই লড়াই কাউকে ক্ষমতায় বসানোর জন্য লড়াই নয়। এ লড়াই সংবিধান সংস্কারের লড়াই। জনগণের ভোটাধিকারের লড়াই।’

সমাবেশে বক্তব্য দেন- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারসহ অনেকে।

সারাবাংলা/এএইচএইচ/এমও

রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসনাত কাইয়ুম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর