Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গয়েশ্বর কেন খাইলেন, এত ক্ষুধা রাজনীতিক নেতার?’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৩ ১৫:২৯ | আপডেট: ৩১ জুলাই ২০২৩ ১৫:৩০

ঢাকা: গত শনিবার (২৮ জুলাই) বিএনপির কর্মসূচি চলাকালে রাস্তায় পুলিশের মারধরে আহত বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে দুপুরের খাবার খাওয়ানো হয়। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে গত দু’দিন ধরে চলছে নানা আলোচনা-সমালোচনা। এবার বিষয়টি নিয়ে কথা বলছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৩১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি নেতা গয়েশ্বর রায়কে দুপুরে খাবার খাওয়ার ভিডিও ছড়িয়ে দেওয়ায় অসুবিধা কি? তাতে হয়েছে কি? যা সত্য সেটা আসছে, অসুবিধা কি? যেটা সত্য এটা আসছে, সেটা তো আর কিছু বলার নাই। কেউ সাজিয়ে দিয়েছে কিনা সেটা ভিন্ন খবর। কিন্তু উনি তো রুই মাছ দিয়ে ভালো করেই খাইছেন।’

বিজ্ঞাপন

গোয়েন্দা প্রধানের দফতরে খাওয়া-দাওয়ার ভিডিও করে তা ছড়িয়ে দেওয়া উচিত কিনা জানতে চাইলে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘উনি কেন খাইলেন এটা জিজ্ঞেস করেন। এতো ক্ষুধা রাজনীতিক নেতার? কিসের রাজনীতিবিদ? তিন দিনও খাইনি আমরা একসাথে। আন্দোলনে হয়তো ওনার ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে উনি (গয়েশ্বর) খেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমান উল্লাহ আমান একজন রাজনৈতিক কর্মী। তার কাছে নেত্রী কিছু ফল পাঠিয়েছেন, এটি পাঠাতেই পারেন। সে একটু অসুস্থ হইছেন ফল পাঠানো নিয়ম, রাজনীতিতে সৌজন্যতা তো বিদায় নেবে না।’

খাওয়ানোর পর তা ভিডিও করে ছেড়ে দেওয়া রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পরে কিনা, এ প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘এটা কি রাজনৈতিক লোকেরা করছে? আরে গোয়েন্দার কাজই তো, গোয়েন্দা গোয়েন্দাই। সে তো তথ্য নিয়ে বের করার জন্যই বসে আছে। বিপ্লব বড়ুয়া আর আরাফাত গিয়ে তো ভিডিও প্রকাশ করেনি।’

বিজ্ঞাপন

আরও পড়ুন: ‘দেশে বিদেশি কূটনীতিকদের তৎপরতা ভিয়েনা কনভেনশন পরিপন্থী’

সারাবাংলা/জেআর/এমও

ওবায়দুল কাদের গয়েশ্বর চন্দ্র রায় টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর