২৫০ অস্থায়ী চালকের নিয়োগ পরীক্ষা নিতে হাইকোর্টের নির্দেশ
৩১ জুলাই ২০২৩ ১৮:২১
ঢাকা: উপজেলা ভূমি অফিসে ড্রাইভার পদে নিয়োগ পরীক্ষায় বয়স শিথিল করে দৈনিক মজুরিভিত্তিক নিয়োগ পাওয়া ২৫০ জনকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভূমি মন্ত্রণালয়সহ ৪৮ জেলা প্রশাসককে (ভিসি) এ নির্দেশ দিয়েছেন আদালত।
এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে রোববার (৩০ জুলাই) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী বিএম ইলিয়াস কচি। তার সঙ্গে ছিলেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম এম জি সারোয়ার পায়েল।
এর আগে দেশের ৪৮ জেলার বিভিন্ন উপজেলার ভূমি অফিসে ড্রাইভার পদে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগ পাওয়া ১৭৮ জন রিট (রিট পিটিশন: ৮১০৪/২০২২) দায়ের করেন। চাকরি স্থায়ীকরণে বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ এবং চাকরি রাজস্বখাতে স্থানান্তরের নির্দেশনা চেয়ে সিরাজুল ইসলাম, শিমুল, মামুনুর রশিদসহ ১৭৮ জন এই রিট করেন।
ওই রিটের শুনানি নিয়ে চাকরি স্থায়ীকরণে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে ২০২২ সালের ৩০ জুন রুল জারি করেছিলেন আদালত। একই সঙ্গে দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত আবেদনকারীদের চাকরি কেন রাজস্ব খাতে স্থানান্তরের নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে জারি করেন আদালত। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষ করে এ আদেশ দেন হাইকোর্ট।
জানা গেছে, গত বছরের জুনে স্থায়ী নিয়োগের আবেদন করে বিভিন্ন উপজেলা ভূমি অফিস (এসিল্যান্ড) অফিসে মাস্টার রোলে (দৈনিক মজুরিভিত্তিতে) নিয়োগপ্রাপ্ত হন ২৫০ জন অস্থায়ী চালক।
আবেদনে বলা হয়, দক্ষতা ও যোগ্যতা থাকার পরেও তাদের স্থায়ী না করে নতুন করে চালক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জেলা প্রশাসন অফিস। এদিকে, তাদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পার হয়ে যাওযায় তারা অর্থনৈতিক অনিশ্চয়তায় মুখে পড়েছেন। এসব কারণে তারা হাইকোর্টে রিট দায়ের করেন।
সারাবাংলা/কেআইএফ/এনইউ