Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুল্কায়ন বেড়ে দ্বিগুণ, হিলিতে আটকা ১ হাজার মেট্রিক টন জিরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৩ ১৯:২৫

দিনাজপুর: ভারত থেকে আমদানি করা জিরার শুল্কায়ন দ্বিগুণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে টানা ছয় দিন ধরে বন্দর থেকে জিরা খালাস বন্ধ রয়েছে। ফলে বন্দরে খালাসের অপেক্ষায় এক হাজার মেট্রিক টন জিরা।

খোঁজ নিয়ে জানা গেছে, অল্প সময়ে আমদানি ও সহজে বিপণন সুবিধা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে জিরা আমদানি করে আসছে ব্যবসায়ীরা। প্রথমদিকে টনপ্রতি ১ হাজার ৮৫০ মার্কিন ডলারে শুল্কায়ন করে খালাস করলেও এখন তা করতে হবে দ্বিগুণ। যার পরিমাণ ৩ হাজার ৫০০ মার্কিন ডলার। এতে করে ২৫ টন জিরা আমদানিতে ৩০ লাখের বিপরীতে গুনতে ৬০ লাখ টাকা।

বিজ্ঞাপন

হিলি কাস্টমসের তথ্যানুযায়ী, চলতি মাসের গেল তিন সপ্তাহে ভারতীয় ৯৬ ট্রাকে দুই হাজার ৩০০ মেট্রিক টন জিরা আমদানি হয়েছে। এর মধ্যে বন্দরে খালাসের অপেক্ষায় প্রায় ১ হাজার মেট্রিক টন জিরা।

আমদানিকারক শাহিনুর রেজা শাহিন বলেন, ‘পুরোনো এলসিতে আমদানি করা জিরা আগের শুল্কায়ন দামে ছাড় করার জোর দাবি জানাচ্ছি। তা না হলে ব্যবসায়ীরা লোকসানে পড়বে। এছাড়াও বেশি শুল্কায়ন করলে বাজারে দামে প্রভাব পড়বে।’

জানতে চাইলে হিলি আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, ‘যেহেতু আমদানি করা জিরাগুলো আগের দামে এলসি রয়েছে সেহেতু নতুন নিয়মে খালাস করলে ব্যবসায়ীরা লোকসানে পড়বে। তাই আগের নিয়মে ছাড় করার জন্য কতৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি।’

হিলি পানামা পোর্ট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, ‘খালাস না করা জিরাগুলো বন্দরে রাখা আছে। আসলে খালাস না করার বিষয়ে আমাদের কিছু করার নেই।’

হিলি কাস্টমসের উপকমিশনার বায়োজিদ হোসেন বলেন, ‘চলমান বাজার দর হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড ১ হাজার ৮৫০ মার্কিন ডলারে শুল্কায়নের পরিবর্তে ৩ হাজার ৫০০ মার্কিন ডলার নির্ধারণ করেছে। এতে আমাদের কিছু করার নেই। ব্যবসায়ীদের নতুন নিয়মেই জিরা খালাস করতে হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর/পিটিএম

জিরা শুল্কায়ন

বিজ্ঞাপন

আজ সশস্ত্র বাহিনী দিবস
২১ নভেম্বর ২০২৪ ০৯:১৬

আরো

সম্পর্কিত খবর