Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর সমাবেশ: নেতাকর্মী আনতে ৮ ট্রেনের ব্যবস্থা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৩ ২২:০২

রংপুর: আগামী ২ আগস্ট রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ও বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে বিভাগের আট জেলায় মানুষের যাওয়া-আসার সুবিধার্থে আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রংপুর বিভাগের আট জেলার প্রত্যন্ত অঞ্চল (পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, বুড়িমারী, লালমনিরহাট, উলিপুর, কুড়িগ্রাম ও বোনারপাড়া) থেকে মহাসমাবেশে যোগদানের জন্য অনুরোধের পরিপ্রেক্ষিতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা ভাড়া দেওয়া সাপেক্ষে ট্রেনগুলো ব্যবহার করবেন। ট্রেনগুলো সকাল সোয়া ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে রংপুরে পৌঁছাবে।

রংপুর রেল স্টেশনের সুপারিন্ডেন্ট শংকর গাঙ্গুলী বলেন, ‘এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। স্টেশনের চারটি লাইনের বাইরে অতিরিক্ত ট্রেনগুলো মীরবাগ ও শ্যামপুর স্টেশনে রাখা হবে। সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বুধবার কুড়িগ্রাম এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি রয়েছে। অন্যান্য আন্তঃনগর ট্রেন সময়মতো চলাচল করবে।’

সারাবাংলা/একে

টপ নিউজ ট্রেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর