Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে ১৮টি সোনার বারসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৩ ২২:২৫

বেনাপোল: ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৮টি সোনার বারসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩১ জুলাই) বিকেলে দৌলতপুর গ্রামের স্থানীয় প্রাইমারি স্কুলের পাশ থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন-বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে মিলন হোসেন (৩৬) এবং একই থানার বোয়ালিয়া গ্রামের মিকাইল ইসলামের ছেলে শাহজামাল (২৫)।

খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন খবর পেয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তের স্থানীয় প্রাইমারি স্কুলের পাশে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুইজন সোনা পাচারকারীকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ১৮ পিস সোনারবার জব্দ করা হয়। সোনার বারগুলোর বাজারমূল্য এক কোটি ৮০ টাকা।

তিনি জানান, জব্দ করা সোনার বারগুলো শার্শা থানার মাধ্যমে যশোর কাস্টমসের ট্রেজারিতে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর