Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু

স্টাফ করেসপন্টেন্ট
৩১ জুলাই ২০২৩ ২৩:৫৭

ঢাকা: মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ফজলুল হক খান (৭২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছে। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি ছিলেন। অসুস্থ হলে তাকে ঢামেকে আনা হয়।

সোমবার (৩১ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে অচেতন অবস্থায় কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কারাগারে ওই আসামি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারারক্ষীরা কারা চিকিৎসকের পরামর্শে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। পরে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ঢামেক হাসপাতালে কর্মরত কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, ফজলুল হক খান মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ছিল। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার জেলার পাথরঘাটা উপজেলার ছহেরাবাদ ইউনিয়নের চড়দুয়ানী গ্রামে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

ঢামেক মৃত্যু


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর