Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে জামায়াতের ১৯ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৩ ১৯:০৫

ময়মনসিংহ: ময়মনসিংহে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে জামায়াতের ১৯ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৩১ জুলাই) রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মাওলানা আব্দুল্লাহ মো. মুজাহিদ (৪৫), ডা. আজহারুল ইসলাম শাহীন (৪৬), হাবিবুল হক শরীফ (৪০), মো. মামুনুর রশিদ (৪৫), মাওলানা আবু নাছের সিদ্দিকী (৫২), মো. আনোয়ার হোসেন (৫০), মাওলানা মো. মফিজুল ইসলাম (৫৫), আসাদুল্লাহ হাফেজ মো. কাজিম উদ্দিন (৫৫), মো. আ. কাদের (৫০), মো. জয়নাল আবেদীন (৫১, মো. ফজলুল হক ওরফে মাহবুব (৩৬), মো. আমিনুল হক খান (৬৫), মাওলানা মতিউর রহমান (৫৩), মাওলানা নুরুল ইসলাম (৪০), মো. আ. মতিন (৩৫), ইয়াকুব আলী (৪৩), মাহমুদুল হাসান (৩০), মাওলানা মোবারক হোসাইন (১৯), মো. সাইফুল ইসলাম (৪০)। তারা সবাই ময়মনসিংহের বিভিন্ন উপজেলার জামায়াতের সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য ও অন্যান্য পদধারী নেতা।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, গত ২৮ জুলাই সন্ধ্যার পর নগরীর নতুন বাজার মোড় কৃষি ব্যাংকের সামনে জামায়াতের নেতাকর্মীরা মিছিল করে দাঙ্গা সৃষ্টি ও সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন। এসময় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়িও ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে জামায়াতের নেতাকর্মীরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এই ঘটনার পর গত ২৯ জুলাই পুলিশ বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর