মুখে কালো কাপড় বেঁধে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ
২ আগস্ট ২০২৩ ১২:৪৯
ঢাকা: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে আজ রায় ঘোষণা করা হবে।
এ রায়কে ‘ফরমায়েশি রায়’ দাবি করে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করছেন বিএনপিপন্থি আইনজীবীরা। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে মাথায় ও মুখে কালো কাপড় বেঁধে এ বিক্ষোভ করছেন তারা।
বুধবার (২ আগস্ট) তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার রায়ের দিন ধার্য রয়েছে। দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করবেন।
এদিকে, রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকেই আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে।
সারাবাংলা/এআই/এনইউ
আইনজীবী আদালত প্রাঙ্গণ জ্ঞাত আয়বহির্ভূত টপ নিউজ ডা. জুবাইদা রহমান তারেক রহমান বিএনপিপন্থি বিক্ষোভ রায় সম্পদ অর্জন