Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তারেক-জোবাইদাকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে’

স্পেশাল করসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৩ ১৭:২১

ঢাকা: সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর এবং তার স্ত্রী জোবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এই মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (২ আগস্ট) আদালত রায় প্রকাশ করার পর পর সচিবালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী।

তিনি বলেন, ‘২০০৭ সালে সেনা সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকার ছিলো। খালেদা জিয়ার নিয়োগপ্রাপ্ত মঈন ইউ আহমদের যে সরকার ছিলো সেই সরকারের আমলে ২৬ সেপ্টেম্বর ২০০৭ সালে এই মামলা দায়ের করা হয়। এই মামলা দায়েরর পর হাইকোর্ট এবং আপিল বিভাগ অর্থাৎ সর্বোচ্চ আদালত দ্বারা এই মামলা চলবে, এমন রায়ের পর মামলার বিচারিক কাজ শেষ হয়ে আজ রায় ঘোষণা করা হলো। আমি মনে করি বাংলাদেশে যে আইনের শাসন আছে তারই প্রতিফলন। রাষ্ট্রের প্রধানমন্ত্রীর ছেলে যদি এমন দুর্নীতি করে তাহলে এমন সাজাই হওয়া উচিত। আদালতের দায়িত্ব আদালত পালন করেছেন।’

তারেক জিয়ার ভাবমূর্তি ক্ষুন্ন করতেই এই রায় বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এই আসামি তো আগে থেকেই সাজাপ্রাপ্ত। তিনি একুশ আগস্ট গ্রেনেড হামলায় যাবজ্জীবন সাজা পেয়েছেন। আবার দুর্নীতির মামলায় হাইকোর্ট থাকে ৭ বছর সাজা দিয়েছেন। নতুন করে তারেক জিয়ার ভাবমূর্তি খারাপ করার প্রয়োজন তো আমাদের পড়ে না।‘

আসামিদের দেশে ফিরিয়ে আনতে সরকার কি উদ্যোগ নেবে এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামি তারেক জিয়া ও তার স্ত্রী জোবাইদা রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে।’

এ বিচারকাজ কম সময়ে করা হয়েছে বলে বিএনপি নেতারা যে অভিযোগ তুলেছেন তার জবাবে মন্ত্রী বলেন, ‘একদিকে বলা হয়, এখানে বিচার হয়না কারণ সবকিছু স্থলগতিতে চলে। আরেকদিকে বলা হয়, বিচার দ্রুত হয়ে গেছে। দেখেন এখানে তর্কটা যৌক্তিক হওয়া ভালো কিন্তু অযৌক্তিক তর্ক করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা না করাই ভালো।’

এর আগে, বিকেল ৪টার দিকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত তারেক ও জোবায়দার বিরুদ্ধে কারদণ্ডের রায় ঘোষণা করেন। রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের ২৬ (২) ধারায়- তিন বছর এবং ২৭ (১) ধারায়- ছয় বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তিন কোটি টাকা জরিমানা, অনাদায়ে তিন মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের ২৭ (১) ধারা ও পেনাল কোডের ১০৯ ধারায় তিন বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে ৩৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড আদেশও দেওয়া হয়েছে। এছাড়া ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকা রাষ্ট্রীয় অনুকূল বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: তারেক-জোবায়দার রায় আইনের শাসনের প্রতিফলন: আইনমন্ত্রী

সারাবাংলা/জেআর/এমও

আইনমন্ত্রী আনিসুল হক তারেক-জোবাইদা সাজা কার্যকর


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর