Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শনে ‘এএফডব্লিউসি’ প্রশিক্ষণার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৩ ১৮:৫০

ঢাকা: ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি আর্মড ফোর্সেস ওয়্যার কোর্সের (এএফডব্লিউসি-২০২৩) প্রশিক্ষণার্থী কর্মকর্তারা পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন। বুধবার (২ আগস্ট) দুপুরে প্রশিক্ষণের অংশ হিসেবে তারা এখানে আসেন।

এনডিসি’র চিফ ইন্সট্রাকটর বিগ্রেডিয়ার জেনারেল মামুন উর রশীদ প্রশিক্ষণার্থী দলের নেতৃত্ব দেন। পরিদর্শনকালে বিগ্রেডিয়ার জেনারেল মামুন উর রশীদ পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিজ্ঞাপন

পরে অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে প্রশিক্ষণার্থীদের সঙ্গে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ পুলিশের ইতিহাস, ঐতিহ্য, মিশন, ভিশন, মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদান, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম, আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গৌরবোজ্জ্বল ভূমিকা ইত্যাদি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়।

প্রশিক্ষণার্থী কর্মকর্তারা বাংলাদেশ পুলিশের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জানতে চান। সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

প্রশিক্ষণার্থী দলকে পুলিশ হেডকোয়ার্টার্সে আন্তরিক অভ্যর্থনা জানানোর জন্য প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ প্রশিক্ষাণার্থীদের পুলিশ হেডকোয়ার্টার্সে স্বাগত জানিয়ে বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী এবং সাধারণ জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন। দেশে প্রাকৃতিক দুর্যোগ ও যেকোন সংকটকালে সশস্ত্র বাহিনী এবং পুলিশ একসাথে কাজ করে থাকে। এ ধরনের পরিদর্শন কার্যক্রমের ফলে সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশের মধ্যে বিরাজমান সুসম্পর্ক আগামীতে আরও সুসংহত ও সুদৃঢ় হবে।’

বিজ্ঞাপন

প্রশিক্ষণার্থী দলে ১২ জন ফ্যাকাল্টি মেম্বার এবং ৫৬ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা ছিলেন।

সারাবাংলা/ইউজে/এমও

ন্যাশনাল ডিফেন্স কলেজ