আগামী নির্বাচনেও নৌকার জয় হবে: আমু
২ আগস্ট ২০২৩ ২১:৪৭
ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, এই দেশের ছাত্র-যুবক-জনতা যেভাবে বিগত দিনে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে বিগত নির্বাচনগুলোতে নৌকার জয় ছিনিয়ে এনেছে। তাই আগামী নির্বাচনেও নৌকার জয় হবে এবং শেখ হাসিনাই সরকার গঠন করবে।
বুধবার (২ আগস্ট) বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে কেন্দ্রীয় ১৪ দলের সমাবেশে এসব কথা বলেন তিনি।
আমির হোসেন আমু বলেন, ‘পাকিস্তান যেখানে দিনের পর দিন অবলুপ্ত হয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এটা অনেকের সহ্য হয় না। তাই বিভিন্নরকম ষড়যন্ত্রের ফাঁদ পেতে, বিভিন্নরকম কায়দা করে অগ্রযাত্রাকে ব্যহত করতে চায় তারা।’
তিনি বলেন, ‘আমরা অন্তত পরিষ্কারভাবে সবসময় বলে আসছি, আমরা চাই এই দেশে সাংবিধানিক ধারাই অব্যাহত থাকবে। সংবিধানের বাইরে অসাংবিধানিক কোনো ধারা, কোনো পন্থা, এই দেশে আসতে পারবে না। মানুষের অধিকার ছিনিয়ে নিতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘মানুষের অধিকার বঙ্গবন্ধু হত্যার পর দীর্ঘ ২১ বছর সংগ্রাম করে শেখ হাসিনার নেতৃত্বে অর্জন করেছি। পরবর্তী সময়ে খালেদা জিয়া সরকারের আমলে আবার আন্দোলন করে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই ধারা অর্জন করেছি। যেটা অব্যাহত রয়েছে। যার জন্য আজ বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। আজ সেই ধারাকেই আমরা অব্যাহত রাখতে চাই।’
শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ১৪ দলের মুখপাত্র আমু বলেন, ‘এই দেশের ছাত্র-যুবক-জনতা যেভাবে বিগত দিনে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনগুলোতে নৌকার জয় ছিনিয়ে এনেছে, ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও সেই ধারা অব্যাহত থাকবে। শেখ হাসিনা সরকার গঠন করবে।
আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদ একাংশের সাধারণ সম্পাদক শিরীন আখতার, গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন, গণআজাদী লীগের সভাপতি এস কে সিকদার, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, তরিকত ফেডারেশনের ভাইস চেয়ারম্যান সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, জাতীয় পার্টি-জেপি’র সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
সারাবাংলা/এনআর/পিটিএম