ঢামেক হাসপাতালে কারাবন্দি ভারতীয় নাগরিকের মৃত্যু
২ আগস্ট ২০২৩ ২২:৫১
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অসুখ কুমার (৪৯) নামে এক কারাবন্দি মারা গেছে। তিনি ভারতীয় নাগরিক ছিলেন।
বুধবার (২ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অচেতন অবস্থায় কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক অসুখ কুমারকে মৃত ঘোষণা করেন।
অসুখ কুমারের বাড়ি ভারতের দিল্লির বিলাসপুর উপজেলার খেরট এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
হাসপাতালে দায়িত্বরত কারারক্ষি রোকনুজ্জামান জানান, কারাগারে ওই আসামি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন কারা চিকিৎসকের পরামর্শে কারারক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
জানা গেছে ভারতীয় নাগরিক অসুখ কুমার ময়মনসিংহ কারাগারে বন্দি ছিলেন। গত ২৭ জুন উন্নত চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন সময় তাকে চিকিৎসাও দেওয়া হয়েছিল।
সারাবাংলা/এসএসআর/এমও