Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিপন্থী আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৩ ১৪:০৬

ঢাকা: দুর্নীতি অভিযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত গত বুধবার এই রায় ঘোষণা করেছেন।

তাৎক্ষণিক রায়ের প্রতিবাদে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ করলে আওয়ামীপন্থী আইনজীবীদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে তাদের দুই আইনজীবী আহত হয়েছেন বলে দাবি করেছেন তারা।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১টায় ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপিপন্থী আইনজীবীরা পুরান ঢাকার জজকোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। ঢাকা বারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা জেলা ও দায়রা জজ, ঢাকা মহানগর দায়রা জজ ও সিএমএম আদালত হয়ে পুনরায় ঢাকা আইনজীবী সমিতির সামনে এসে মিছিলটি শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার শাখার সভাপতি মাসুদ আহমেদ তালুকদার ও সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী বিএনপিপন্থী আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানান।

সারাবাংলা/এআই/ইআ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর