আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি, ভাঙচুর
৩ আগস্ট ২০২৩ ১৫:১৯
ঢাকা: সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। দুই পক্ষের হাতাহাতি, হট্টগোলের মধ্যে আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের কক্ষের নামফলক উঠিয়ে ফেলা হয়। এক পর্যায়ে সভাপতি ও সম্পাদকের কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর আওয়ামী লীগপন্থী ও বিএনপিপন্থী আইনজীবীরা সমিতি প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে।
এরপর এ ঘটনায় আইনজীবী সমিতির সম্পাদকের কার্যালয়ে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল। এ ঘটনায় বিএনপিকে দায়ী করেছেন তিনি।
আব্দুন নূর দুলাল বলেন, ‘বিএনপিপন্থী আইনজীবীরা হামলা চালিয়ে সমিতির সভাপতি ও সম্পাদকের কক্ষ ভাঙচুর করেছে। এ ভাঙচুরের নেতৃত্ব দিয়েছেন বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, বিএনপির যুগ্মমহাসচিব মাহবুব উদ্দিন খোকন ও সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল।’
তিনি আরও বলেন, ‘বিএনপিপন্থী আইনজীবীদের হামলায় বেশ কয়েকজন আওয়ামী লীগপন্থী আইনজীবী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আজকের হামলা-ভাঙচুর ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল।
সারাবাংলা/কেআইএফ/এনএস