Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসে তল্লাশিতে মিলল ‘চশমা পরা হনুমান’

স্টাফ করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৩ ১৭:২৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের চন্দনাইশে প্রায় বিলুপ্ত প্রজাতির ‘চশমা পরা হনুমান’ সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ওই ব্যক্তিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া পেট্রোল পাম্পের সামনে থেকে হনুমানসহ তাকে গ্রেফতার করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বন্যপ্রাণী আইনে তাকে সাজা দেন।

বিজ্ঞাপন

গ্রেফতার মো. জসীম উদ্দিনের (৪০) বাড়ি কক্সবাজারের চকরিয়া পৌরসভায়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সারাবাংলাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এস আলম সার্ভিসের বাসের ব্যাটারি বক্স থেকে হনুমানটি উদ্ধার করা হয়েছে। যাত্রী জসীম উদ্দিন হনুমানটি ঢাকায় নিয়ে যাচ্ছিল। সম্ভবত বাইরে কোথাও পাচারের উদ্দেশ্য ছিল। চকরিয়া-আলীকদমের বনাঞ্চল থেকে হনুমানটি জসিম সংগ্রহ করেন বলে আমরা ধারণা করছি।’

বাংলাদেশে প্রায় বিলুপ্ত প্রজাতির চশমা পরা হনুমানের দেখা মেলে সাধারণত মৌলভীবাজার ও বান্দরবানের আলীকদমে। সাধারণ হনুমানের চেয়ে আকারে ছোট এসব হনুমান কালচে ও মেটে বাদামি রঙের এবং লেজ শরীরের চেয়ে বড়। চোখের চারদিকে সাদা লোমে আবৃত থাকায় দেখে মনে হয় হনুমানটিকে চশমা পরিয়ে রাখা হয়েছে। স্থানীয়ভাবে এ হনুমানকে চশমা পরা হনুমান বলা হয়ে থাকে।

এ প্রজাতির হনুমানের ইংরেজি নাম পেয়ার’স লীফ মানকি (Phayre’s Leaf Monkey) আর বৈজ্ঞানিক নাম- ট্রেসাইপিথিকাস পেয়ারি (Trachypithecus phayrei)

সারাবাংলা/আইসি/একে

কারাদণ্ড চট্টগ্রাম হনুমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর