Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্পদের সংবাদে ‘ক্ষুব্ধ’ এমপি, হুমকিতে শঙ্কায় সাংবাদিক

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৩ ২০:২৬

চট্টগ্রাম ব্যুরো: পত্রিকায় প্রকাশিত সংবাদের জেরে এক সাংবাদিকের কুশপুত্তলিকা দাহ করে ‘হত্যার’ হুমকি দিয়েছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরীর অনুসারীরা। প্রকাশ্যে এমন ‍হুমকিতে শঙ্কিত হয়ে পড়েছেন দৈনিক যুগান্তরের চট্টগ্রাম ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি উল্লেখ করে এ ধরনের কর্মকাণ্ড থেকে এমপি নজরুলকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

নজরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম-১৩ (চন্দনাইশ ও সাতকানিয়ার একাংশ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। তিনি ২০১৪ ও ২০১৮ সালে দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হন।

সংসদ সদস্য হওয়ার পর নজরুল ইসলাম চৌধুরীর অর্জিত সম্পদ ও ব্যবসা-বাণিজ্য নিয়ে গত ২২ জুলাই দৈনিক যুগান্তরে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর গত সোমবার (৩১ জুলাই) চন্দনাইশ পৌর সদরে সাংবাদিক শহীদুল্লাহ শাহরিয়ারের বিরুদ্ধে সমাবেশ করা হয়।

পত্রিকাটির ব্যুরো প্রধান ও চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার সারাবাংলাকে বলেন, ‘প্রতিবেদনে এমপি সাহেবের বক্তব্য উল্লেখ আছে। সেটি প্রকাশের পর তিনি প্রতিবাদ পাঠিয়েছেন। সেটিও প্রকাশ করা হয়েছে। এরপরও চন্দনাইশে এমপি সাহেবের অনুসারীরা আমার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করে আমাকে হত্যার হুমকি দিয়েছে। আমার ছবি পুড়িয়েছে।’

‘প্রকাশিত সংবাদ নিয়ে উনার কোনো আপত্তি থাকলে প্রেস কাউন্সিলে যেতে পারতেন। কিন্তু প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে সমাবেশ করে যেভাবে হুমকি দেওয়া হয়েছে, তাতে আমি শঙ্কিতবোধ করছি। একজন রাজনৈতিক ও জনপ্রতিনিধির এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়।’

বিজ্ঞাপন

জানা গেছে, সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরীর ছবিসহ ব্যানার নিয়ে প্রায় অর্ধশত নেতাকর্মী চন্দনাইশ পৌর সদরে সাংবাদিকের বিরুদ্ধে সমাবেশে যোগ দেন। সেখানে চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীরও উপস্থিত ছিলেন। সমাবেশে সাংবাদিক শহীদুল্লাহ শাহরিয়ারের বিরুদ্ধে বক্তব্য দেওয়া ছাড়াও ‘শাহরিয়ারের চামড়া-তুলে নেব আমরা,’ ‘হৈ হৈ রৈ রৈ-শাহরিয়ার গেল কই’-এ ধরনের বিভিন্ন স্লোগান দেয়া হয়।

সমাবেশের ছবিতে জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে দেখা গেলেও তিনি উপস্থিত থাকার বিষয়টি অস্বীকার করেন। তিনি সারাবাংলাকে বলেন, ‘আমরা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে চলমান সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ করেছি। সেখানে আমরা কী বক্তব্য দিয়েছি সেটার রেকর্ড আছে। সেখানে আমরা কোনো সাংবাদিকের বিরুদ্ধে কিছু বলিনি। এরপর কেউ ব্যক্তি উদ্যোগে কিছু করলে সেটার দায়ভার আমাদের নয়। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।’

এদিকে চন্দনাইশে সমাবেশের নামে সাংবাদিক শহীদুল্লাহ শাহরিয়ারকে হত্যার হুমকি-ধমকি, অশ্লীল ও কুরুচিপূর্ণ শ্লোগান এবং কুশপুত্তলিকা দাহের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। একজন পেশাদার সাংবাদিককে নিয়ে এ ধরণের ঘৃণ্য কর্মকাণ্ড থেকে চন্দনাইশের এমপি নজরুল ইসলাম চৌধুরীকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা বলেছেন, অন্যথায় এমপির বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, ‘একজন সাংবাদিকের বিরুদ্ধে নোংরামির আশ্রয় নিয়ে স্থানীয় এমপি নিজের হীন মানসিকতার পরিচয় দিয়েছেন। এমপির এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই শোভন নয়। সাংবাদিক হিসেবে শহীদুল্লাহ শাহরিয়ার পেশাগত দায়িত্ব পালন করেছেন মাত্র।’

‘এরপরও প্রতিবেদন নিয়ে সংক্ষুব্ধ হলে প্রতিবাদলিপি পাঠানোর সুযোগ রয়েছে। এছাড়া প্রেস কাউন্সিলের কাছেও প্রতিকার চাইতে পারেন সংক্ষুব্ধ ব্যক্তি। সেসব পন্থা বাদ দিয়ে নিজের অনুসারীদের রাস্তায় নামিয়ে সমাবেশের নামে একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে বিষোদগার, নোংরা ও ঘৃণ্য কর্মকান্ডের মাধ্যমে প্রকারান্তরে পুরো সাংবাদিক সমাজকেই হেয়-প্রতিপন্ন করা হয়েছে। এমন কর্মকাণ্ড মুক্ত সাংবাদিকতার পরিপন্থী এবং সাংবাদিক সমাজ তা কখনো মেনে নিতে পারে না।’

মোবাইল বন্ধ থাকায় এ বিষয়ে সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরীর বক্তব্য জানতে পারেনি সারাবাংলা।

সারাবাংলা/আরডি/পিটিএম

এমপি নজরুল টপ নিউজ সাংবাদিক হুমকি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর