‘আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন অসম্ভব’
৩ আগস্ট ২০২৩ ২১:৩৩
ঢাকা: আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন অসম্ভব বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর বক্স কার্লভার্ট রোডে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ইসলামী ছাত্র আন্দোলেরন ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ সমাবেশ আয়োজন করা হয়।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘সরকারি দল ছাড়া সব বিরোধীদল অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায়। কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগ জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের যে প্রতিশ্রুতি দিচ্ছে, সেটা অবাস্তব। তাদের দ্বারা নিরপেক্ষ নির্বাচন অসম্ভব।’
তিনি বলেন, ‘প্রশাসনে যারা দায়িত্ব পালন করছেন তারা আমাদের ভাই। আপনারা দায়িত্ব পালনে নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। হাতে হাতুড়ি নিয়ে যে আচরণ করেছেন তাতে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘স্বাধীনতার মূলনীতি ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। স্বাধীনতার ৫২ বছরে এর একটিও বাস্তবায়ন হয়নি। দেশের আবহাওয়া বর্তমানে দুষিত হয়ে গেছে। এই দুষিত আবহাওয়া পরিচ্ছন্ন করতে হবে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তার বাবা, মা, ভাই হারানোর ব্যথায় কান্না করেন। কিন্তু, হাফেজ রেজাউল করীমের বিষয়ে তার পদক্ষেপ কী, দেশবাসী তা জানতে চায়।’
ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি শরীফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মো. আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, জাতীয় শিক্ষক ফোরাম সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন, মাওলানা নূরুল করীম আকরাম, ছাত্র নেতা নুরুল বশর আজিজী ও ইউসুফ মানসুর প্রমুখ।
সারাবাংলা/এজেড/পিটিএম